Kochi Stampede: কোচির বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৪ পড়ুয়া, দুর্ঘটনাস্থলের ভিডিয়ো

বিশ্ববিদ্যালয়ে চত্বরে সঙ্গীত অনুষ্ঠান চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪ জন পড়ুয়ার। জখম হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কেরলের কোচির CUSAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা ওপেন-এয়ার অডিটোরিয়ামে।

Photo Credits: Students at the venue

কোচি: বিশ্ববিদ্যালয়ে চত্বরে সঙ্গীত অনুষ্ঠান (music concert) চলাকালীন পদপিষ্ট (stampede) হয়ে মৃত্যু হল কমপক্ষে ৪ জন পড়ুয়ার। জখম হয়েছে আরও বেশ কয়েকজন। শনিবার সন্ধ্যায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কেরলের (Kerala) কোচির (Kochi) CUSAT বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে থাকা ওপেন-এয়ার অডিটোরিয়ামে (open-air auditorium)।

দেখুন ভিডিয়ো:

এপ্রসঙ্গে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ (Health Minister Veena George) জানান, বিশ্ববিদ্যাল ক্যাম্পাসের ওপেন এয়ার অডিটোরিয়ামে বিশিষ্ট সঙ্গীত শিল্পী নিকিতা গান্ধীর (Nikhita Gandhi) অনুষ্ঠান ছিল। সেখানে অতিরিক্ত ভিড়ের কারণে আচমকা ঠেলাঠেলি হয়। এর জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে চারজন পড়ুয়ার। জখম হয়েছেন অনেকে। তাঁদের চিকিৎসার জন্য কালামাসেরি মেডিকেল কলেজে (Kalamassery Medical College) ব্যবস্থা করা হয়েছে।

দেখুন ভিডিয়ো:

ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ শঙ্করন বলেন, "টেক ফেস্টের অংশ হিসেবে একটি সঙ্গীতানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। দুর্ভাগ্যবশত সেখানে প্রচুর ভিড় হয়েছিল এবং বৃষ্টিও হচ্ছিল। সেই সময় স্টেজে ঠেলাঠেলি হওয়ায় কিছু সমস্যা তৈরি করেছিল এবং কিছু ছাত্র নিচে পড়ে গিয়েছিল। ঠিক কতজন আহত হয়েছে তা আগামীকাল বলতে পারব। তবে ২ হাজার জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। ২ শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে জানতে পেরেছি।" আরও পড়ুন: JP Nadda's Roadshow: জেপি না়ড্ডার রোডশো-তে পুষ্পবৃষ্টি! তেলাঙ্গানার ভিডিয়ো