Four gates of Jagannath Temple Re-open: খুলে যাচ্ছে জগন্নাথ মন্দিরের চারটি দরজা, মন্দির 'পরিক্রমা' করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি,পুরীর সাংসদ সম্বিত পাত্র সহ অন্যান্যরা (দেখুন ভিডিও)
বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন চরণ মাঝি। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান তিনি।
২০২০ সালে করোনাকালের সময় বিজেডি সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে মন্দিরের একটি মাত্র দরজা খোলা থাকবে। করোনা সংক্রমণ শেষ হওয়ার পরও একই সিদ্ধান্ত জারি রাখা হয়। মন্দিরের মূল প্রবেশদ্বার বাদে বাকি দরজাগুলি বন্ধ ছিল এতদিন। বুধবার ওড়িশার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মোহন চরণ মাঝি। আর মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজা খুলে দেওয়ার প্রস্তাবনায় সম্মতি জানান তিনি। আজ, বৃহস্পতিবার থেকেই পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দরজাই খুলে দেওয়া হবে। সকাল থেকেই মন্দির চত্বর সেজে উঠেছে। মুখ্যমন্ত্রী সহ ওড়িশার সাংসদ বিধায়করাও উপস্থিত আছেন সেখানে। অনুষ্ঠানের সূচনায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সহ পুরীর সাংসদ সম্বিত পাত্র, বালাসোরের সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি সহ দলের অন্যান্য নেতারা জগন্নাথ মন্দিরের 'পরিক্রমা' করেন। দেখুন সেই ছবি-
#WATCH | Puri: Odisha CM Mohan Charan Majhi offers prayers at Jagannath temple where all four gates are to be opened for devotees.
মন্দির পরিক্রমা করে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন