Aparna Yadav Joins BJP: ঘর ভাঙল মুলায়ম সিং যাদবের, বিজেপিতে যোগ দিলেন পুত্রবধূ অপর্ণা যাদব
দল বদলের খেলায় এবার পাল্টা ধাক্কা খেল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বুধবার সকালে বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ অপর্ণা যাদব (Aparna Yadav)। উত্তরপ্রদেশেের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
লখনউ, ১৯ জানুয়ারি: দল বদলের খেলায় এবার পাল্টা ধাক্কা খেল সমাজবাদী পার্টি (Samajwadi Party)। বুধবার সকালে বিজেপিতে যোগ দিলেন মুলায়ম সিং যাদবের (Mulayam Singh Yadav) পুত্রবধূ অপর্ণা যাদব (Aparna Yadav)। উত্তরপ্রদেশেের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপি রাজ্য সভাপতি স্বতন্ত্র দেব সিংয়ের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি।
অপর্ণা যাদব অখিলেশ যাদবের ভাই এবং মুলায়ম সিং যাদবের ছোট ছেলে প্রতীক যাদবের স্ত্রী। বিজেপিতে যোগ দেওয়ার পরে তিনি বলেন, "আমি বিজেপির কাছে অনেক কৃতজ্ঞ। দেশ সবসময় আমার জন্য প্রথম। আমি প্রধানমন্ত্রী নরন্দ্র মোদীর কাজের প্রশংসা করি।"
দেখুন ছবি:
বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তরপ্রদেশে দল বদলের খেলা শুরু হয়। প্রথম পর্বে এগিয়ে ছিলেন অখিলেশ যাদব। তিন মন্ত্রী বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। তাঁরা হলেন স্বামীপ্রসাদ মৌর্য, ধর্মসিং সাইনি, দারা সিংহ চৌহান। এবার পাল্টা ধাক্কা খেল সমাজবাদী পার্টি।