Dilip Gandhi Dies: করোনার কাঁটা, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ গান্ধী
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ গান্ধী (Dilip Gandhi)। বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে প্রাণ হারান ৬৯ বছরের এই প্রবীণ নেতা। করোনা আক্রান্ত হওার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন দিলীপ গান্ধী। রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র এক কন্যাকে। জানা গিয়েছে, দিল্লিতেই দিলীপ গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হবে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দিলীপ গান্ধী।
নতুন দিল্লি, ১৭ মার্চ: করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা দিলীপ গান্ধী (Dilip Gandhi)। বুধবার দিল্লির এক বেসরকারি হাসপাতালে প্রাণ হারান ৬৯ বছরের এই প্রবীণ নেতা। করোনা আক্রান্ত হওার পর থেকে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন দিলীপ গান্ধী। রেখে গেলেন স্ত্রী, দুই পুত্র এক কন্যাকে। জানা গিয়েছে, দিল্লিতেই দিলীপ গান্ধীর শেষকৃত্য সম্পন্ন হবে। জেলা বিজেপির সাধারণ সম্পাদক হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দিলীপ গান্ধী। এরপর একে একে হয়েছেন, যুগ্ম সচিব ও বিজেপির জেলা সভাপতি। একসময় আহমেদ নগর পুরসভার কাউন্সিলর নির্বাচিত হন দিলীপ গান্ধী। এরপর মিউনিসিপ্যাল কাউন্সিলের বিজেপি নেতা
১৯৮৫ সালে আহমেদনগর পুরসভার সহসভাপতি হন দিলীপ গান্ধী। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিশাল সংখ্যাক ভোটে জয়লাভ করে বিজেপি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হন। সেবার ২ লাখ ভোটের মার্জিনে জিতে ছিলেন দিলীপ গান্ধী।