AIADMK-তে জয়ললিতার উত্তরসূরি ইদাপ্পাদি পালানিস্বামী

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইডিএম-র ইতিহাসে তৃতীয় সাধারণ সচিব হিসেবে ইদাপ্পাদি পালানিস্বামী (Edappadi Palaniswami)-র নাম ঘোষিত হল।

Jayalalithaa. (Photo Credits: Twitter)

গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত তামিলনাড়ুর প্রধান বিরোধী দল এআইডিএম-র ইতিহাসে তৃতীয় সাধারণ সচিব হিসেবে ইদাপ্পাদি পালানিস্বামী (Edappadi Palaniswami)-র নাম ঘোষিত হল। এর আগে এই পদে ছিলেন মাত্র দু জন- এমজি রামাচন্দ্রন বা MGR (M.G.Ramachandran) ও জয়ললিতা (Jayalalithaa)। AIADMK-তে পালানিস্বামীর প্রধান বিরোধী গোষ্ঠী পন্নিরসেভলানের মাদ্রাজ হাইকোর্টে খারিজ হয়ে যায়। দলবিরোধী কাজের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী পন্নিরসেলভন বহিষ্কার করা হয়েছিল। সেই শাস্তির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পন্নিরসেলভন।

তাঁর সেই মামলা খারিজ হওয়ায় সরকারীভাবে এআইএডিএমকে প্রধান পদে বসলেন পালানিস্বামী। এই ঘোষণার পর তাঁর সমর্থকদের আনন্দে মাতোয়ারা হয়ে উতসব শুরু করেন। ২০১৬ সালে জয়ললিতার মৃত্যুর পর থেকেই তাঁর উত্তরসূরি কে হবেন তা নিয়ে দলে কার্যত যুদ্ধ শুরু হয়। লড়াইয়ে মূলত তিনটি গোষ্ঠী হয়ে গিয়েছেল-১) জয়ললিতা ঘনিষ্ঠ শশীকলা, ২) পন্নিরসেলভন ও ৩) ইদাপ্পাদি পালানিস্বামী। দলের মধ্যে, আদালতের দীর্ঘ লড়াইয়ের পর শেষ হাসিটা হাসলেন পালানিস্বামীঃই।

বর্তমানে ইয়াপ্পাজি পালানিস্বামী তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতা। ২০১৭-২১ পর্যন্ত তামিলনাড়ুর সপ্তম মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করেন তিনি।

দেখুন টুইট