Manish Sisodia: জেল থেকে ৭ ঘণ্টার সাময়িক মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন মণীশ সিসোদিয়া, দেখুন ভিডিয়ো

দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-কে জেল থেকে সাময়িক মুক্তি দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী-র সঙ্গে দেখা করার অনুমতি দিল আদালত।

Manish Sisodia (Photo Credit: ANI)

নতুন দিল্লি, ৩ জুন: দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia)-কে জেল থেকে সাময়িক মুক্তি দিয়ে বাড়িতে গিয়ে স্ত্রী-র সঙ্গে দেখা করার অনুমতি দিল আদালত। তিন মাস পর ৭ ঘণ্টার মুক্তিতে বাড়ি ফিরলেন মণীশ সিসোদিয়া। আদালতে মণীশ জানিয়েছিলেন, তাঁর স্ত্রী-র শারীরিক অবস্থা ভাল নয়, তিনি বাড়ি গিয়ে দেখা করতে যান। সব দিক বিবেচনা করে মণীশ সিসোদিয়াকে আজ, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শর্তসাপেক্ষ তাঁর বাড়িতে গিয়ে স্ত্রী-র সঙ্গে দেখা করার অনুমতি দেয় আদালত। তবে এর মধ্যে তিনি বাইরের কারও সঙ্গে দেখা করতে পারবেন না।

এদিন, সকালে পুলিশের কড়া ঘেরাটোপের মধ্যে জেল থেকে প্রিজম ভ্যানে বাড়িতে ঢোকেন মণীশ সিসোদিয়া। আবার তাঁকে বিকেল পাঁচটায় বাড়ি থেকে জেলে নিয়ে যাওয়া হবে। চলতি ২৬ ফেব্রুয়ারি আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই।

দেখুন ভিডিয়ো

পরে তাঁকে হেফাজতে নেয় ইডি। বেশ কয়েকবার জামিনের আবেদন করলেও প্রভাবশালী তত্ত্বে তাঁর জামিনের আবেদন বারবার খারিজ হয়েছে।