Kiran Reddy: অন্ধ্রে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি যোগ দিলেন বিজেপিতে
অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি (Kiran Kumar Reddy) যোগ দিলেন বিজেপি-তে
নতুন দিল্লি, ৭ এপ্রিল: অন্ধ্রপ্রদেশের প্রাক্তন কংগ্রেসী মুখ্যমন্ত্রী কিরণ কুমার রেড্ডি (Kiran Kumar Reddy) যোগ দিলেন বিজেপি-তে (BJP)। তেলঙ্গনা গঠনের আগে অন্ধ্রপ্রদেশের শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কিরণ রেড্ডি। শুক্রবার নয়া দিল্লিতে বিজেপি-র সদর দফতরে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সহ দলের শীর্ষস্তরের নেতাদের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন কিরণ রেড্ডি। এই কিরণ রেড্ডির জন্যই জগনমোহন রেড্ডিকে হারিয়েছিল কংগ্রেস। পরে জগনমোহন নিজের দল খুলে কংগ্রেসকে হারিয়ে অন্ধ্রে ক্ষমতায় এসেছিলেন। কিরণ কুমার রেড্ডিই ছিলে অন্ধ্রে কংগ্রেসের শেষ মুখ্যমন্ত্রী।
২০১০ থেকে ২০১৪ পর্যন্ত অন্ধ্রের মসনদে ছিলেন কিরণ রেড্ডি। ওয়াই এস আর রেড্ডির বিমান দুর্ঘটনায় মৃত্যুর পর তাঁর ছেলে জগনমোহনের আবেদন খারিজ করে কিরণকেই অন্ধ্রের ক্ষমতা দিয়েছিলেন রাহুল গান্ধী। তাতে টুকরো টুকরো হয়ে গিয়েছিল অন্ধ্র কংগ্রেস। সেই কিরণই এবার বিজেপি শিবিরে।
দেখুন ভিডিয়ো
দেশের মধ্যে অন্ধ্রেই বিজেপির সংগঠন ও উপস্থিতি সবচেয়ে খারাপ জায়গায়। অথচ পাশের তেলাঙ্গানাতে বিজেপি দারুণ জায়গায়। এবার জগনমোহন রেড্ডির বিরুদ্ধে তাস তৈরি করে ফেলল গেরুয়া শিবির। ২০১৪ সালে কংগ্রেস ছেড়ে নিজের দল গড়েছিলেন অন্ধ্রের ১৬তম মুখ্যমন্ত্রী কিরণ রেড্ডি। এবার বিজেপি-তে ঢুকে রাজ্য রাজনীতিতে ঝড় তুলতে চাইছেন রেড্ডি। কিরণ রেড্ডিকে পেয়ে অন্ধ্রে নতুন জীবন পাচ্ছে পদ্ম শিবির।