Ajit Jogi Slips Into Coma: অবস্থা আশঙ্কাজনক, কোমায় ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী
ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী (Former Chhattisgarh CM Ajit Jogi) কোমাতে (Coma) চলে গেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর দেহ কীভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাচ্ছে তা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্ধারণ করা হবে। জানিয়েছে রায়পুরের শ্রী নারায়ণ হাসপাতাল (Shree Narayana Hospital)।
রায়পুর, ১০ মে: ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী (Former Chhattisgarh CM Ajit Jogi) কোমাতে (Coma) চলে গেছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। তাঁর দেহ কীভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাচ্ছে তা পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে নির্ধারণ করা হবে। জানিয়েছে রায়পুরের শ্রী নারায়ণ হাসপাতাল (Shree Narayana Hospital)।
গতকাল হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী অজিত যোগী। শনিবার তাঁকে হার্ট অ্যাটাকের কারণে ভর্তি করা হয় হাসপাতালে। দুপুরে হাসপাতালের পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছিল, আগের থেকে সামান্য হলেও ভালো আছে তিনি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আরও পড়ুন: Indian-Chinese Soldiers Face Off: সিকিমের নাকু লা সেক্টরে বিতণ্ডায় জড়াল চিন ও ভারতীয় সেনা, জখম দু'পক্ষের বেশ কয়েকজন
চিকিৎসকরা এও জানিয়েছিলন যে বড়সড় হার্ট অ্যাটাক হয়েছে অজিত যোগীর। আর আজ তিনি কোমায় চলে গেছেন।