Karnataka Elephant Attack: বন্য হাতির আক্রমণে মৃত কর্নাটকের বন দফতরের কর্মী

নজরদারির কাজ করার সময় একটি বন্য হাতির আক্রমণে মৃত্যু হল বন দফতরের এক কর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মাইসুরু জেলার বান্দিপুর ন্যাশনাল পার্কের কালকেরে ফরেস্ট এলাকায়।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

মাইসুরু: নজরদারির কাজ করার (Patrolling duty) সময় একটি বন্য হাতির আক্রমণে (Wild Elephant Attack) মৃত্যু (death) হল বন দফতরের (Forest Department) এক কর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) মাইসুরু (Mysuru) জেলার বান্দিপুর ন্যাশনাল পার্কের (Bandipur National Park) কালকেরে ফরেস্ট (Kalkere forest) এলাকায়।

এপ্রসঙ্গে মাইসুরু বন দফতরের এক আধিকারিক জানান, মৃত ওই ফরেস্ট ওয়াচারের (Forest Watcher) নাম বোম্মা (Bomma)। তিনি তাঁর এক সহকর্মী মধু কে (Madhu K)-এর সঙ্গে কালকেরে ফরেস্ট এলাকায় নজরদারির কাজ করছিলেন। আচমকা সেসময় বোম্মার উপর হামলা চালায় একটি বন্য হাতি (Wild Elephant)। প্রথমে বোমান্নাকে শুঁড়ে করে উপরে তুলে আছাড় মারে তারপর তাঁকে একটি গর্তে ফেলে দেয়। কোনওভাবে বোম্মা এই ঘটনার কথা বন দফতরের আধিকারিকদের এই হামলার কথা জানান।

আর খবর পাওয়ার পরেই বন দফতরের একটি দল গিয়ে তাঁকে ওই গর্ত থেকে উদ্ধার হাসপাতালে ভর্তি করে। কিন্তু, গুরুতরভাবে জখম বোম্মা চিকিৎসা চলাকালীন সেখানেই মারা যান। এই বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।



@endif