Forbes' 100 Most Powerful Women: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফোর্বসের ১০০ ক্ষমতাশালী নারীর' তালিকায়

Nirmala Sitaraman (Photo Credit: PTI)

নয়াদিল্লি : ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Union Finance Minister Nirmala Sitharaman) ও মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস( US Vice President Kamala Harris) ফোর্বস ম্যাগাজিনের ১৯th জন 'বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ২০২২-এর ১০০ নারীর'(Forbes' 100 Most Powerful Women) বার্ষিক তালিকায় স্থান পেয়েছেন। হ্যারিস তৃতীয় স্থানে থাকলেও গত মঙ্গলবার প্রকাশিত তালিকায় ৩৬ নম্বরে রয়েছেন সীতারামন। এই নিয়ে টানা চতুর্থ বছর এই তালিকায় জায়গা করে নিলেন সীতারামন। গত বছর ৩৭-তম, ২০২০ সালে ৪১-তম এবং ২০১৯ সালে ৩৪ নম্বরে ছিলেন তিনি। ২০১৯ সালের মে মাসে ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসাবে নিয়ুক্ত হন নির্মলা সীতারমন। রাজনীতিতে আসার আগে তিনি ব্রিটিশ-যুক্তরাষ্ট্র ভিত্তিক কৃষি প্রকৌশলী সমিতি( UK-based Agricultural Engineers Association) এবং বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসে (BBC World Service) দায়িত্বে ছিলেন। Google Year in Search 2022: খবরের খোঁজে গুগলে ক্লিক, বছরের শেষে শীর্ষস্থানে কোন ১০ টি খবর জানাল সার্চ ইঞ্জিন

তালিকায় সীতারমণ ছাড়াও রয়েছেন এইচসিএল কর্পোরেশনের সিইও রোশনি নাদার মালহোত্রা (HCL Corporation CEO Roshni Nadar Malhotra)। বায়োকনের ( Biocon) প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার-শ(Kiran Mazumdar-Shaw), মাধবী পুরী বুচ ( Madhabi Puri Buch,) সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (Securities and Exchange Board of India) প্রথম মহিলা চেয়ার,  সোমা মণ্ডল রাষ্ট্রায়ত্ত স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার (Steel Authority of India)  প্রথম মহিলা চেয়ার এবং নাইকার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (Nykaa founder Falguni Nayar)।

২০২১ সালে, হ্যারিস প্রথম মহিলা, প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি এবং প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হন। ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হ্যারিস ওকল্যান্ডে অভিবাসী পিতামাতার ঘরে জন্মগ্রহণ করেন, তার মা ছিলেন ভারতীয় এবং বাবা ছিলেন জ্যামাইকা থেকে। হ্যারিস ছাড়াও এই তালিকায় রয়েছেন নেটফ্লিক্সের গ্লোবাল টিভির( Global TV at Netflix) প্রধান বেলা বাজরিয়া( Bela Bajaria), যিনি ৭১ নম্বরে রয়েছেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now