Karnataka Shocker: পায়ু সঙ্গমে রাজি না হওয়ায় নাবালক ছাত্রকে নৃশংস অত্যাচার, অভিযুক্ত স্কুলের প্রিন্সিপাল-সহ ৫

পায়ু সঙ্গমে রাজি না হওয়ায় ক্লাস নাইনের এক ছাত্রের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ পকসো আইনে মামলা হল প্রিন্সিপাল ও হোস্টেলের ওয়ার্ডেন-সহ তিন পড়ুয়ার বিরুদ্ধে।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

টুমাকারু: পায়ু সঙ্গমে (sex) রাজি না হওয়ায় (refuse) ক্লাস নাইনের এক ছাত্রের (student) উপর নৃশংস অত্যাচারের (brutally torturing) অভিযোগ পকসো আইনে (POCSO Act) মামলা হল প্রিন্সিপাল ও হোস্টেলের ওয়ার্ডেন-সহ তিন পড়ুয়ার বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) টুমাকারু জেলার (Tumakaru district) একটি আবাসিক স্কুলের (residential school) হোস্টেলে (hostel)।

বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি ঘটেছিল পাঁচ মাস আগে। অত্যাচারের জেরে এতদিন হাসপাতালে ভর্তি ছিল ওই কিশোর ছাত্র। সেখান থেকে ছাড়া পাওয়ার পর তার অভিভাবকরা থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হল ওই স্কুলের প্রিন্সিপাল ও হোস্টেলের ওয়ার্ডেন এবং ক্লাস নাইন ও টেনের তিন ছাত্র। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা নাবালকের শরীরে জ্বলন্ত সিগারেটের ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি নানা জায়গায় ব্লেড দিয়ে কেটে দেয় এবং লোহার রড দিয়ে মারধর করে। এর জেরে অচৈতন্য হয়ে পড়ে নির্যাতিত। এই ঘটনার জেরে প্রথমে তাকে বেঙ্গালুরু হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ন্যাশনাল মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো-সায়েন্সেসে ভর্তি করা হয়। সেখানে চিকিৎস চলছিল তার। আরও পড়ুন: 52 Lac Sim Deactivated By Modi Govt: '৫২ লক্ষ ভুয়ো ফোনের কানেকশন বন্ধ করেছে সরকার', ভিডিয়োতে শুনুন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য