Jammu and Kashmir: এবার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার জবাবে হত ৫ পাকিস্তানি সেনা

বৃহস্পতিবার পুঞ্চ জেলার মানকোট সেক্টরের সাধারণ বাসিন্দাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি সেনারা। রাতেই এই ঘটনার প্রত্যুত্তোর দিল ভারতীয় সেনা। পুঞ্চ সেক্টর লাগোয়া নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর চলল গুলি, ভারতীয় সেনার গুলিতে পাঁচ পাক সেনা নিকেশ হয়েছে। তিনজন গুরুতর আহত। বৃহস্পতিবার রাতভর চলেছে এই অপারেশন। শুক্রবার সকালে সেনা সূত্রে জানা গিয়েছে, গতকাল পাক সেনা বিনা কারণে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, শেল ফাটিয়েছে। এর ফলে সাধারণ মানুষের বহু সম্পত্তি নষ্ট হয়েছে। এই ঘটনায় প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা।

জম্মু ও কাশ্মীর (Representational Image/ Photo Credit: ANI)

জম্মু, ১১ ডিসেম্বর: বৃহস্পতিবার পুঞ্চ জেলার মানকোট সেক্টরের সাধারণ বাসিন্দাদের লক্ষ্য করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছুঁড়তে শুরু করে পাকিস্তানি সেনারা। রাতেই এই ঘটনার প্রত্যুত্তোর দিল ভারতীয় সেনা। পুঞ্চ সেক্টর লাগোয়া নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর চলল গুলি, ভারতীয় সেনার গুলিতে পাঁচ পাক সেনা নিকেশ হয়েছে। তিনজন গুরুতর আহত। বৃহস্পতিবার রাতভর চলেছে এই অপারেশন। শুক্রবার সকালে সেনা সূত্রে জানা গিয়েছে, গতকাল পাক সেনা বিনা কারণে সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, শেল ফাটিয়েছে। এর ফলে সাধারণ মানুষের বহু সম্পত্তি নষ্ট হয়েছে। এই ঘটনায় প্রতিশোধ নিয়েছে ভারতীয় সেনা। শুধু পাক সেনা হতবা আহত হওয়া নয়। ওপারের বেশকিছু সেনা বাংকারও ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও পড়ুন-Farmers' Protest: সিঙ্ঘু সীমান্তে পুলিশ বাহিনীর নেতৃত্বে থাকা দুই আইপিএস এবার করোনা পজিটিভ

দুই তরফের গুলি বিনিময় ২ ঘণ্টা যাবৎ সক্রিয় ছিল। ১৯৯৯ সালে দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। চলতি বছরের শুরু থেকেই সেই চুক্তি লঙ্ঘন করে নিয়্ন্ত্রণরেখা বরাবর একের পর এক হামলা চালিয়ে গেছে পাকিস্তানি সেনা। গত জানুয়ারি থেকে এই পর্যন্ত পাকিস্তানি সেনা নিয়্ন্ত্রণরেখায় ৩২০০ বার হামলা চালিয়েছে। এই হামলায় ৩২ জন সাধারণ বাসিন্দা মৃত্যু হয়েছে আহত শতাধিক। নিয়্ন্ত্রণরেখার ওপার থেকে গোলাগুলির অবিরাম বর্ষণে সীমান্ত লাগোয়া গ্রামগুলির জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত।