Puri-Jaynagar Express Fire: পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসের ওভারহেড তারে আগুন, আতঙ্কিত যাত্রীরা

শুক্রবার সকালে ওভারহেড তারে আগুন লেগে পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। তবে বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে।

Photo Credits: IANS

পাটনা: শুক্রবার সকালে ওভারহেড তারে (Overhead wire) আগুন (Fire) লেগে পুরী-জয়নগর সাপ্তাহিক এক্সপ্রেসের (Puri-Jaynagar Express) যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান। তবে বিষয়টিকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। ঘটনাটি ঘটেছে পাটনা-হাওড়া মেন রুটের (Patna-Howrah main route) কোটারওয়া জঙ্গল (Kotarwa forest) এলাকার সিমুলতলা (Simultala) এবং গোরপারান (Gorparan) রেলওয়ে স্টেশনের মধ্যে। ট্রেনটির গতি বেশি থাকায় চালক ইমার্জেন্সি ব্রেক লাগাতে পারেননি। ফলে পুরী এক্সপ্রেসটি কিছু লোহার রড ভেঙে ক্ষতিগ্রস্ত এলাকা অতিক্রম করার সময় ট্রেনটি স্বাভাবিক পদ্ধতিতে থামানো হয়েছিল।

এদিকে এই ঘটনার পর ট্রেন চালক আর বেসেরা সিমুলতলা রেলওয়ে স্টেশনের অন-ডিউটি ​​স্টেশন মাস্টার মহেশ কুমারকে খবর দেন এবং তিনি পূর্ব-মধ্য রেলওয়ের অন্যান্য আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন। এই ঘটনার ফলে হাতিয়া-পাটলিপুত্র এক্সপ্রেস, মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং অন্যান্য আপ লাইনের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা ব্যাহত হয়। পাঁচ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকে ওই লাইনে। রেলওয়ে ইঞ্জিনিয়াররা দাবি করেছেন যে যাত্রীরা ভাগ্যবান কারণ এই ঘটনার পরে ট্রেনে আগুন লাগতে পারত। যান্ত্রিক ত্রুটি সংশোধনের পর এই ব্যস্ত রুটে রেল চলাচল স্বাভাবিক হয়। আরও পড়ুন: Punjab Stubble Burning: ফসলের বর্জ্য পোড়ালে ব্যবস্থা নিচ্ছেন কৃষি আধিকারিকরা, পাঞ্জাবের ভিডিয়ো