IPL Auction 2025 Live

Korba-Visakhapatnam Express: তিরুপতিগামী এক্সপ্রেসের এসি কোচে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, বিশাখাপত্তনম স্টেশনে আতঙ্ক

কোবরা থেকে বিশাখাপত্তনম আসার পরে খালি ট্রেনটির তিরুপতির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সবে মাত্র একে একে উঠতে শুরু করেছিলেন যাত্রীরা। এমন সময়ে ট্রেনের কামরায় আগুন দেখে পান যাত্রীরা।

Fire broke out at Korba-Visakhapatnam Express (Photo Credits: X)

একের পর এক রেল দুর্ঘটনার খবরে আতঙ্কিত সাধারণ নাগরিক। রবিবার কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে (Korba-Visakhapatnam Express) অগ্নিকাণ্ডের জেরে ফের নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) বিশাখাপত্তনম স্টেশনে (Visakhapatnam) ট্রেনটি পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই একটি এসি কামরায় আগুন লেগে যায়। সেই আগুন আশেপাশের কামরা গুলোতে ছড়িয়ে পরতে শুরু করে। ধোঁয়ায় ঢেকে যায় বিশাখাপত্তনম স্টেশন। সকাল ১০টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা যাচ্ছে।

এদিন কোবরা থেকে বিশাখাপত্তনম আসে ট্রেনটি। সেখান থেকে তিরুপতির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল। সবে মাত্র ট্রেন এসে দাঁড়িয়েছে স্টেশনে। একে একে  ট্রেন থেকে নামতে শুরু করেন যাত্রীরা। এমন সময়ে ট্রেনের কামরায় আগুন দেখতে পান যাত্রীরা। আগুন দেখা মাত্রই তৎক্ষণাৎ ইমার্জেন্সি অ্যালার্ম বাজায় তাঁরা। তিরুপতিগামী কোরবা-বিশাখাপত্তনম এক্সপ্রেসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় রেল আধিকারিক এবং দমকল বাহিনী। নিরাপদে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ট্রেনটি। দাউদাউ করে জ্বলছে থাকা ট্রেনের কামরার আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। B6, B7, M1 তিনটি বগি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গিয়েছে। তবে ট্রেনের কামরায় আগুন লাগার কারণ এখনও অজানা।

জ্বলছে এক্সপ্রেস ট্রেন, দেখুন... 

দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রা বাতিল করে দেওয়া হয়। অন্য ট্রেনে চাপিয়ে যাত্রীদের তিরুপতি নিয়ে যাওয়া হবে। তবে এক্সপ্রেসে দুর্ঘটনার জেরে কোন হতাহতের খবর মেলেনি। ট্রেনে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ