Saharanpur-Delhi Train Fire: সাহারানপুর-দিল্লি প্যাসেঞ্জার ট্রেনে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত যাত্রীরা
উত্তরপ্রদেশের মিরাটের ( Meerut) কাছে দৌরালা রেল স্টেশনে সাহারানপুর-দিল্লি প্যাসেঞ্জার (Saharanpur-Delhi Passenger Train) ট্রেনের ইঞ্জিন এবং দু'টি বগিতে আগুন (Fire)। যাত্রীরা আগুন লাগা ইঞ্জিন এবং বগি থেকে বাকি বগিগুলিকে ঠেলে সরিয়ে আলাদা করে দেয়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় হতাহতের খবর নেই।
মিরাট, ৫ মার্চ: উত্তরপ্রদেশের মিরাটের (Meerut) কাছে দৌরালা রেল স্টেশনে সাহারানপুর-দিল্লি প্যাসেঞ্জার (Saharanpur-Delhi Passenger Train) ট্রেনের ইঞ্জিন এবং দু'টি বগিতে আগুন (Fire)। যাত্রীরা আগুন লাগা ইঞ্জিন এবং বগি থেকে বাকি বগিগুলিকে ঠেলে সরিয়ে আলাদা করে দেয়। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
জানা গিয়েছে, আজ সকালের দিকে ডাউন সাহারানপুর-দিল্লি প্যাসেঞ্জার ট্রেনটি দৌরালা স্টেশনে এসে পৌঁছায়। হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন ও দু'টি বগিতে আগুন লেগে যায়। পুরো স্টেশন ধোঁয়ায় ঢেকে যায়। আগুন ক্রমাগত বেড়েই চলছিল। ট্রেনে আগুন লাগার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনে থাকা যাত্রীদের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের বগি থেকে নামতে গিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন বহু যাত্রী। সৌভাগ্যক্রমে কোনও যাত্রী আগুনের কবলে না আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গিয়েছে।
ট্রেনে আগুন লাগার খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেড টিমকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আহত যাত্রীদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।