Arun Jaitley Stadium: প্রয়াত অরুণ জেটলির নামে স্টেডিয়াম, তবে মাঠের নাম থাকছে কোটলা-ই

রাজধানীর বিখ্যাত সরোজ শাহ স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হবে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামে। কিছুদিন আগে অরুণ জেটলির অসুস্থতার কারণে দিল্লির এইমস হাসপাতলে মৃত্যু হয়। দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের তরফ থেকে জানানো হয়েছে, এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলির নাম করা হবে।

ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ২৭ আগস্ট:  Feroz Shah Kotla to be renamed As Arun Jaitley Stadium: রাজধানীর বিখ্যাত ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের (Feroz Shah Kotla Stadium) নাম পরিবর্তন করা হবে প্রয়াত প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির (Arun Jaitley) নামে। কিছুদিন আগে অরুণ জেটলির অসুস্থতার কারণে দিল্লির এইমস হাসপাতলে মৃত্যু হয়। দিল্লি এন্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশনের (DDCA) তরফ থেকে জানানো হয়েছে, এই স্টেডিয়ামের নাম পরিবর্তন করে অরুণ জেটলির নাম করা হবে।

 

আরও পড়ুন,  রজার ফেডেরার-কে নাগালে এনে সেট জিতলেন সুমিত

অরুণ জেটলি খেলাধুলা খুবই পছন্দ করতেন। তিনি ১৩ বছর ধরে ডিডিসিএ- র সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন। ২০১৫ সালে তিনি এই পদ থেকে অবসর নেন। এরপর তিনি নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারে অর্থমন্ত্রী হিসাবে নির্বাচিত হন। ডিডিসিএ- র বর্তমান সভাপতি ও সাংবাদিক রজত শর্মা আজ ঘোষণা করেন, 'এর চেয়ে ভালো কিছু হয়না যিনি নিজের সভাপতিত্বে এটি পুনর্নির্মাণ করেন। অরুণ জেটলির সহযোগিতায় বিরাট কোহলি (Virat Kohli), বীরেন্দ্র সেহওয়াগ (Virendra Sehwag) , গৌতম গম্ভীর (Gautam Gambhir),আশীষ নেহেরা (Ashish Nehera), ঋষভ পান্থ (Rishav Pant) ভারতকে এক গর্বের জায়গা দিয়েছে।'

জেটলির প্রয়ানের পরেই পূর্ব দিল্লির এমপি গৌতম গম্ভীর যমুনা স্পোর্টস কমপ্লেক্সের (Yamuna Sports Complex) পর অরুণ জেটলির নাম রাখার আর্জি জানান। এই বিষয়ে কর্মকর্তারা ভেবে দেখবেন বলে জানা গেছে।