FBI Director In India : দুদিনের সফরে ভারতে আসছেন এফবিআই প্রধান ক্রিস্টোফার রে
নিরাপত্তা ও আইন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এনআইএ এবং সিবিআইয়ের সঙ্গে কথা বলবেন তিনি
দুদিনের ভারত সফরে আজ আসছেন এফবিআইয়ের ডিরেক্টর ক্রিস্টোফার রে (Christopher ray)। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদ এবং নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে আলোচনা হবে এই সফরের মধ্যে দিয়ে।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এফবিআইয়ের রাষ্ট্রদূতের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।ভারতে এনআইএ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে । সেই আলোচনা সভায় খালিস্তানি সন্ত্রাসবাদী গুরপতবন্ত সিংয়ের বিষয়টিও উত্থাপন করবেন এনআইএর সদস্যরা।
এর পাশাপাশি মনে করা হচ্ছে সিবিআইএর কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন তিনি। আইন সংক্রান্ত বিষয় নিয়ে দু দেশের সম্পর্ক উন্নত করার লক্ষ্যে এই আলোচনা বলে জানা যাচ্ছে।
মার্কিন প্রিন্সিপাল ডেপুটি ন্যাশন্যাল সেক্রেটারি অ্যাডভাইজার জোনাথন ফিনারের (Jonathan Finer) ভারত সফরের পরই এই সফর এফবিআই প্রধানের। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaisankar) সঙ্গেও সাক্ষাৎ করেন জোনাথন ফিনার।
খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী গুরপতবন্ত সিংকে নিউ ইয়র্কে হত্যার চেষ্টার ঘটনায় নিখিল গুপ্তার (Nikhil Gupta) বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। সেই তদন্তে শুরু হয়েছে বলে জানা গেছে। যার জেরে তদন্তের জন্য একটি দল গঠন করেছে ভারত। সেই বিষয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হবে বলে জানা গেছে।