Farmers Protest: বাড়ছে কৃষক বিক্ষোভের আঁচ, ইন্টারনেট বন্ধ বহু এলাকায়

পাঞ্জাবের পাশাপাশি হরিয়ানা সরকারের তরফেও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং শীর্ষা জেলায় ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করেছে রাজ্য সরকার।

Photo Credits: ANI

দিল্লি, ১৫ ফেব্রুয়ারি: কৃষক বিক্ষোভের (Farmers Protest) জেরে উত্তাল পাঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), চণ্ডিগড়ের বেশ কিছু এলাকা। কৃষক বিক্ষোভের জেরে পরিস্থিতি যখন ক্রমাগত বিগড়াতে শুরু করেছে, সেই সময় ইন্টারনেট পরিষেবা বন্ধ পাঞ্জাবে। আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পাঞ্জাবের পাতিয়ালা, সাংগুরুর, ফতেহগড় সাহিব এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি যাতে কোনওভাবে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্যই পাঞ্জাবের নির্দিষ্ট কিছু এলাকায় বন্ধ করা হয়েছে ইন্টারনেেট পরিষেবা।

পাঞ্জাবের পাশাপাশি হরিয়ানা সরকারের তরফেও ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করার নির্দেশ জারি করা হয়েছে। হরিয়ানার আম্বালা, কুরুক্ষেত্র, কাইথাল, জিন্দ, হিসার, ফতেহাবাদ এবং শীর্ষা জেলায় ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন:  Farmers Protest: বাড়ছে আঁচ; রেললাইনে বসে বিক্ষোভ কৃষকদের, বন্ধ ট্রেন চলাচল

সময়ুক্ত কিষাণ মোর্চা, কিষাণ মজদুর মোর্চার তরফে সম্প্রতি দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়। কেন্দ্রীয় সরকার যাতে কৃষকদের দাবিদাওয়া পূরণ করে, সেই দাবিতে এই দিল্লি চলো অভিযানের ডাক দেওয়া হয়।



@endif