Farmers Protest: কৃষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করল পুলিশ, উত্তপ্ত শম্ভু সীমান্ত
শম্ভু সীমান্তে ব্যারিগেট ভেঙে কৃষকরা দিল্লির দিকে রওনা দিতে চাইলে, পুলিশ বাধা দেয়। ওই সময় বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ফলে শম্ভু সীমান্তে বেশ কয়েকজন বিক্ষোভরত কৃষককে পুলিশ আটক করে।
দিল্লি, ১৩ ফেব্রুয়ারি: কৃষক বিক্ষোভ (Farmers Protest) ঘিরে উত্তাল হয়ে উঠল হরিয়ানা-পাঞ্জাবের শম্ভু সীমান্ত। কৃষকদের মিছিল আটকাতে পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়তে শুরু করে। বিক্ষোভকে ছত্রভঙ্গ করতেই ফাটানো হয় কাঁদানে গ্যাসের শেল। সোমবার রাতে কয়েক দফায় বৈঠক হয় কৃষক সংগঠনগুলির সঙ্গে। সরকারের সঙ্গে আলোচনা সত্ত্বেও কোনও সমাধান সূত্র মেলেনি। ফলে সোমবার রাত থেকেই কৃষকরা দিল্লির দিকে এগিয়ে আসতে শুরু করেন।
এদিকে শম্ভু সীমান্তে ব্যারিগেট ভেঙে কৃষকরা দিল্লির দিকে রওনা দিতে চাইলে, পুলিশ বাধা দেয়। ওই সময় বিক্ষোভরত কৃষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। ফলে শম্ভু সীমান্তে বেশ কয়েকজন বিক্ষোভরত কৃষককে পুলিশ আটক করে।
আরও পড়ুন: Farmers Delhi Chalo: কৃষকদের 'দিল্লি চলো' অভিযান ঘিরে কড়া নিরাপত্তার মোড়ক, মোতায়েন পুলিশ, আধা সেনা
দেখুন ভিডিয়ো...
এদিকে কৃষক বিক্ষোভ আটকাতে পুলিশ ব্যারিগেট দিলে, দিল্লির রাস্তা কার্যত আটকে যায়। দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। ফলে ট্রাফিক জ্যামে জজেরবার দিল্লি। দিল্লির পাশাপাশি গুরুগ্রাম এবং নয়ডাতেও বিপুলাকার ট্রাফিক জ্যাম দেখতে পাওয়া যায়। যা নিয়ে সমস্যায় পড়ে যান সাধারণ নিত্যযাত্রীরা।