Farmer Leaders Receive Draft Proposal From Centre (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ৯ ডিসেম্বর: ফসলের ন্যূনতম সমর্থন মূল্য (MSP) যেমন আছে থাকবে। প্রতিবাদী কৃষকদের লিখিত প্রস্তাবে (Draft Proposal) জানাল কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার রাতে সারা ভারত কিষাণ সভার নেতা হান্নান মোল্লার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) বৈঠকে কোনও সমাধান সূত্র বের হয়নি। কৃষকদের দাবি মেনে তিনটি কৃষি আইন সংশোধন হতে পারে, কিন্তু কোনওভাবেই সাম্প্রতিক কালে গৃহীত কৃষি আইন প্রত্যাহার করা হবে না, জানিয়ে দেয় কেন্দ্র। আজ সংশোধন সংক্রান্ত কতগুলি বিষয় কৃষকদের কাছে পাঠানো হয়। সিঙ্ঘু সীমান্তে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন কৃষকরা।

যদিও কৃষক ইউনিয়নের নেতারা বলেছেন যে তাঁরা আইন বাতিল করার চেয়ে কম কিছুতেই মীমাংসা করবে। কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমারের সঙ্গে আজ একটি বৈঠক নির্ধারিত ছিল কৃষক সংগঠনের নেতাদের। কেন্দ্রীয় সরকার লিখিত প্রস্তাব পাঠানোর কথা জানাতেই সেই বৈঠক স্থগিত হয়ে যায়। এদিকে লিখিত প্রস্তাব আসার পর কিষাণ সংঘর্ষ কমিটির কানওয়ালপ্রীত সিংহ পান্নু বলেন, তিনটি ফার্ম আইন বাতিল করা উচিত। এটাই আমাদের দাবি। যদি প্রস্তাবটি কেবল সংশোধনী নিয়ে কথা বলে তবে আমরা তা প্রত্যাখ্যান করব।" আরও পড়ুন: Amit Shah's Meeting With Farmer Leaders: শাহর কথাতেও অনড় কৃষক নেতারা, আজ আর বৈঠক নয় আসবে প্রস্তাব

এদিকে দিনের পর দিন সিঙ্ঘু সীমান্তে আন্দোলন চলায় সাধারণ মানুষ হয়রানিতে পড়ছে। আন্দোলনরত কৃষকরা সাধারণমানুষকে বিপাকে ফেলতে চান না। তাই সিঙ্ঘু সীমান্ত থেকে রামলীলা ময়দানে সরিয়ে আনতে চান। ইতিমধ্যেই এনিয়ে সরকারকে তাঁরা জানিয়েছেন। তবে সেই সংক্রান্ত কোনও উত্তর এখনও আসেনি। দিনে দিনে সরকারি আইনের বিরুদ্ধে আরও আন্দোলন জোরদার হচ্ছে। বিভিন্ন বিরোধী দলের যোগদান কৃষি আন্দোলনকে আরও শক্তিশালী করেছে।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Loksabha Election 2024: 'EVM-কে দোষারোপ করে ৪ জুন সাংবাদিক সম্মেলন করবে কংগ্রেস, চাকরি হারাবেন খাড়গে', তোপ শাহর

Loksabha Election 2024: 'এবার তৈরি হবে সীতা মন্দির', লোকসভা ভোটের প্রচারে সীতামারিতে গিয়ে বললেন অমিত শাহ

Amit Shah: চতুর্থ দফা শেষেই সংখ্য়াগরিষ্ঠতা পেয়ে গিয়েছে মোদী সরকার, বাকি তিনে হবে ৪০০ পার, বনগাঁর জনসভায় দাবি অমিত শাহর

Amit Shah: তৃতীয় দফার শেষেই দুশো আসনে জিতে গিয়েছে এনডিএ, দক্ষিণ ভারতে এক নম্বর দল হবে বিজেপি, দাবি অমিত শাহর

BJP Star Campaigners: দিল্লিতে মোদী-শাহর সঙ্গে বিজেপির তারকা প্রচারক গম্ভীর, লাভলিও

Lok Sabha Elections 2024: রাত পোহালেই দেশে তৃতীয় দফার ভোট, জানুন কোন কোন কেন্দ্রে হবে ভোটগ্রহণ

Amit Shah Doctored Video Case: অমিত শাহের ফেক ভিডিও মামলায় গ্রেফতার হওয়া কংগ্রেস নেতার ৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত

Loksabha Election 2024: 'সোনিয়া গান্ধী ২০বার রাহুলায়ন তৈরির চেষ্টা করেন', কটাক্ষ অমিত শাহর