Farmer Protest : কৃষক আন্দোলনে শহিদের স্মৃতিতে মোমবাতি মিছিলের আয়োজন কৃষক মোর্চার

বুধবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে প্রাণ হারান শুভকরন সিং নামের এক কৃষক

Farmers Marching (Photo Credit: ANI)

কৃষক আন্দোলনে এক কৃষকের মৃত্যুর ঘটনায় এবার দুই সীমান্তেই মোমবাতি মিছিল করার কথা জানালেন কৃষক আন্দোলনের নেতারা।শম্ভু এবং খানাউরি সীমান্তে করা হবে এি মোমবাতি মিছিল।

এই বিষয়ে তিনি জানান, "শম্ভু এবং কানাউরি সীমান্তে এটি ১২ তম দিন মোর্চার। গতকাল কিষাণ মজদুর মোর্চা এবং এসকেএম সিদ্ধান্ত নিয়েছিলেন শহীদদের উদ্দেশ্যে দুই সীমান্তের কাছে মোমবাতি মিছিল করার। "

বুধবার কানাউরি সীমান্তের কাছে বিক্ষোভরত অবস্থায় গুরুতর আঘাত পান শুভকরন সিং। পরে তার মৃত্যু হয় । যার জেরে কেন্দ্রের সঙ্গে আলোচনা স্থগিত করা হয় কৃষকদের তরফে।তার মৃত্যুকে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে দিবস হিসেবে পালন করা হয়।

তিনি জানান যে ২৬ ফেব্রুয়ারী ডাব্লিউটিও, কর্পোরেট হাউজ এবং সরকারের প্রতীকী জ্বালানো হবে।

যদিও ফেব্রুয়ারীর ১৮ তারিখে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে একদফা ালোচনা সারে কৃষক নেতৃত্বরা। সেই আলোচনায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ৫বছর ধরে কৃষকদের কাছ থেকে বিভিন্ন ধরনের শস্য কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়।