Suicide: মানসিক চাপে সুইসাইড নোটে স্বাক্ষর করে আত্মঘাতী গোটা পরিবার

ইতিমধ্যেই এই ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Suicide (Representational Image) (Photo Credit: X)

নয়াদিল্লিঃ দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করে না পাওয়ায় চিন্তায় পড়েন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় পুলিশে(Police)। এরপর পুলিশ এসে দরজা খুলতেই চক্ষু চড়ক গাছ প্রতিবেশীদের। একই ঘরে ঝুলছে পরিবারের চার সদস্যের দেহ। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের(Maharashtra) নাগপুরে(Nagpur)। এক দম্পতি এবং তাঁদের দুই সন্তানের মৃত্যু হয়েছে বলে খবর। ঘর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট(Suicide Note)। পুলিশ সূত্রে খবর মৃতরা হলেন বিজয় মধুকর পাচেরি, তাঁর স্ত্রী এবং দুই ছেলে দীপক এবং গণেশ। জানা গিয়েছে, বড় ছেলে গণেশ একটি মামলায় প্রতারণার ফেঁসে গিয়েছিল। যার ফলে মানসিক চাপে ছিল পাচেরি পরিবার। চলতি বছরের শুরুর দিকে মধ্যপ্রদেশের পান্ধুরনা থানায় হওয়া একটি মামলায় বড় ছেলেকে গ্রেফতার করা হয়। সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নেন তাঁরা। সুইসাইড নোটে স্বাক্ষরও করেন পরিবারে চার সদস্য। ইতিমধ্যেই এই ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

মানসিক চাপে সুইসাইড নোটে স্বাক্ষর করে আত্মঘাতী গোটা পরিবার



@endif