Fake Visa: ভুয়ো ভিসা বানিয়ে ৩০০ কোটি টাকা আত্মসাত, আটক প্রতারণা চক্রের মাস্টারমাইন্ড সন্দীপ সহ ৫
মাসে প্রায় ৩০ থেকে ৪০ টি ভিসা তৈরি করত এই ভুয়ো সংস্থা। প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হত এক একটি ভিসা, এমনটাই খবর।
নয়াদিল্লিঃ পাঁচ বছর ধরে চলছিল কারবার, অবশেষে পুলিশের(Police) হাতে ধরা পড়ল প্রতারণা(Fraud) চক্র। ভুয়ো ভিসার(Fake Visa)পরিবর্তে টাকা হাতানোর ছক ধরে ফেলল দিল্লি বিমানবন্দরে(Delhi Airport) অভিবাসন দফতর। সামনে এসেছে এক ভুয়ো ভিসা গ্যাং-এর কীর্তি। এই ভুয়ো ভিসা বানিয়ে বগত পাঁচ বছরে মোট ৩০০ কোটি টাকা আয় করেছে এই গ্যাং। দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার এই গ্যাং-এর অন্যতম মাস্টারমাইন্ড সন্দীপ। তিনি জানায়, এই ভুয়ো ভিসা দিয়ে গ্রামের লোকজনকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করত তারা। তাকে জিজ্ঞাসাবাদ করে এই দলের আরও পাঁচজন সদস্যের নাগাল পায় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, দিল্লির তিলক নগর এলাকায় একটি কারখানায় এই ভুয়ো ভিসা তৈরি হয়। এখনও পর্যন্ত ৪ থেকে ৫ হাজার ভিসা তৈরি করা হয়েছে ওই কারখানায়। মাসে প্রায় ৩০ থেকে ৪০ টি ভিসা তৈরি করত এই ভুয়ো সংস্থা। প্রায় ৮ থেকে ৯ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করা হত এক একটি ভিসা, এমনটাই খবর। ওই কারখানায় তল্লাশি চালিয়ে ৩০ টি ভিসা ২৩ টি ভিসা স্ট্যাম্প বাজেয়াপ্ত করেছে পুলিশ।
5 Years, ₹ 300 Crore And 5,000 Visas - Fake Document Unit Busted In Delhi https://t.co/8DqDmQ3jF9 pic.twitter.com/Teu2ZFEOX5