Facebook Banned Taslima Nasrin: বাংলাদেশে হিংসা নিয়ে মুখ খোলাতে ফেসবুক সাতদিনের জন্য নিষিদ্ধ করেছে, টুইটে দাবি তসলিমা নাসরিনের
ফেসবুক (Facebook) থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এমনই অভিযোগ করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তাঁর অভিযোগ, সত্যি কথা বলার জন্যই তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। টুইট করে এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। টুইট করে তসলিমা লেখেন, "সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।"
নতুন দিল্লি, ১ অক্টোবর: ফেসবুক (Facebook) থেকে সাতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। এমনই অভিযোগ করলেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। তাঁর অভিযোগ, সত্যি কথা বলার জন্যই তাঁকে নিষিদ্ধ করা হয়েছে। টুইট করে এই বিষয়ে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। টুইট করে তসলিমা লেখেন, "সত্যি বলার অপরাধে ফেসবুক আমাকে আবারও ৭ দিনের জন্য নিষিদ্ধ করেছে।"
পরে আরেকটি টুইটে তিনি লেখেন, "ফেসবুক আমাকে নিষিদ্ধ করেছে এটা লেখার জন্য- ইসলামবাদীরা বাংলাদেশf হিন্দুদের ঘরবাড়ি ও মন্দির ধ্বংস করেছে এই বিশ্বাস করে যে হিন্দুরা হনুমানের উরুর উপর কোরআন রেখেছে। কিন্তু, যখন জানা গেল যে ইকবাল হোসেন সেটা করেছে, হিন্দুরা নয়। তখন ইসলামপন্থীরা চুপ হয়ে গিয়েছে। তারা ইকবালের বিরুদ্ধে কিছু বলেনি বা কিছু করেনি।" আরও পড়ুন: Australia Recognises Covaxin: ভারতের কোভিড টিকা কোভ্যাক্সিনকে স্বীকৃতি দিল অস্ট্রেলিয়া
দুর্গাপুজোর সময় বাংলাদেশে হিংসার ঘটনায় সরব হয়েছিলেন তসলিমা। বাংলাদেশকে ‘জিহাদিস্তান’ বলেও কটাক্ষ করেছিলেন। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও তিনি সমালোচনা করেন৷