Tamil Nadu Explosion: তামিলনাড়ুর বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত কমপক্ষে ২
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ওই কারখানায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকল। আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। কী করে বিস্ফোরণ হল তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
ভিরুদ্ধুনগর: বাজি তৈরির কারখানায় (Firecracker Manufacturing Factory) বিস্ফোরণের (Explosion) জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) ভিরুদ্ধুনগর জেলার (Virudhunagar district) থাইওয়াইলপাত্তি (Thaiyilpatti) এলাকায়।
এপ্রসঙ্গে জেলা কালেক্টর (District Collector) মেঘনাথ রেড্ডি জে ( Meghanath Reddy J) জানান, বৃহস্পতিবার ভিরুদ্ধুনগর জেলার থাইওয়াইলপাত্তি এলাকার একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এর জেরে কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে।
এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ওই কারখানায় গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে দমকল (Fire services)। আর বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা (rescue services) ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা করেন। কী করে বিস্ফোরণ হল তার সন্ধান চালাচ্ছে পুলিশ।