Delhi Robbery: কুরিয়ার বয় সেজে ডাকাত হানা, মাথায় বন্দুক ঠেকিয়ে ২ কোটি টাকা লুঠ

তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে বৃদ্ধ দম্পতির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কে বা কারা এই ঘটনাএ সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ বৃদ্ধ দম্পতির মাথায় বন্দুক(Gun) ঠেকিয়ে প্রায় ২ কোটি টাকা লুঠ করে পালাল ডাকাতরা(Robbers)। ঘটনাটি ঘটেছে দিল্লির(Delhi) প্রশান্ত বিহার এলাকায়। জানা গিয়েছে, ওই ব্যাক্তি পেশায় বিজ্ঞানী(Ex Scientist) ছিলেন। কিছু বছর আগেই অবসর(Retirement) নেন। স্ত্রীর সঙ্গে প্রশান্ত বিহারের(Prashant Vihar) বাড়িতে থাকেন। বৃহস্পতিবার দুপুরে কুরিয়ার সার্ভিস বয় সেজে সেখানেই হানা দেয় ডাকাত দল। মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ এবং গয়না সহ প্রায় ২ কোটি টাকার জিনিস হাতিয়ে নেয় তারা। দিল্লির অন্য প্রান্তে থাকেন অবসরপ্রাপ্ত বিজ্ঞানীর ছেলে। এই ঘটনার পর ছেলেকে সবটা জানান তিনি। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যেই ডাকাতির মামলা রুজু করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে বৃদ্ধ দম্পতির শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। কে বা কারা এই ঘটনাএ সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

কুরিয়ার বয় সেজে ডাকাত হানা, মাথায় বন্দুক ঠেকিয়ে ২ কোটি টাকা লুট



@endif