Alwar Shocker: রেল লাইনের ধারে প্রস্রাবের ফল! বন্দে ভারত ট্রেনের ধাক্কায় গোরু ছিটকে এসে ঘাড়ে পড়ে মৃত বৃদ্ধ

রেল লাইনের ধারে প্রস্রাব বা মলত্যাগের অভ্যেস অনেকেরই আছে। কিন্তু, তা যে এত ভয়ানক হতে পারে তা ভাবতেই পারেননি রাজস্থানের আলোয়ারের বাসিন্দা ৮২ বছরের প্রাক্তন রেলকর্মী শিবদয়াল শর্মা।

Photo Credits: Wikimedia Commons and pixabay

আলোয়ার: রেল লাইনের (railway track) ধারে প্রস্রাব (urinate) বা মলত্যাগের (defecate) অভ্যেস অনেকেরই আছে। কিন্তু, তা যে এত ভয়ানক হতে পারে তা ভাবতেই পারেননি রাজস্থানের (Rajasthan) আলোয়ারের (Alwar) বাসিন্দা ৮২ বছরের প্রাক্তন রেলকর্মী শিবদয়াল শর্মা। কল্পনাতেও ভাবতে না পারা মর্মান্তিক একটি ঘটনাই ঘটে গেল তাঁর সঙ্গে। বাড়ির বাথরুমে প্রস্রাব না করে প্রতিদিন অভ্যেস মতো রেল লাইনের ধারে গেছিলেন তিনি। আর যখন প্রস্রাব করছিলেন সেই সময় ৩০ মিটার দূর থেকে বন্দে ভারত ট্রেনের (Vande Bharat train) সঙ্গে ধাক্কা খেয়ে একটি গোরু (Cow) এসে তাঁর ঘাড়ে পড়ে। এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু (Death) হয় রেলওয়ের প্রাক্তন ওই ইলেক্ট্রিশিয়ানের (electrician)। বিষয়টিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে তাঁর পরিবার ও পরিজনদের মধ্যে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ১৮ এপ্রিল আলোয়ারের কালিমোরি রেল গেটের (Kalimori gate) কাছে রাত আটটার সময় অন্যদিনের মতোই রেল লাইনের ধারে প্রস্রাব করতে এসেছিলেন শিবদয়াল শর্মা। সেই সময় ওখান দিয়ে যাচ্ছিল দিল্লি (Delhi ) থেকে আজমেরগামী (Ajmer ) বন্দে ভারত ট্রেন। ট্রেনটি যাওয়ার সময় একটি গোরু রেল লাইনে উঠে পড়ে। আর সঙ্গে সঙ্গে ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ৩০ মিটার দূরে থাকা ৮২ বছরের ওই বৃদ্ধের ঘাড়ে এসে পড়ে। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিবদয়াল ও গোরুটির। পরে খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পরে তা পরিবারের হাতে তুলে দেয়।

এপ্রসঙ্গে আরাভল্লি বিহারের (Aravalli Vihar) পুলিশ আধিকারিক জাহির আব্বাস জানান, দুর্ঘটনাটির সময় শিবদয়াল শর্মা রেল লাইন থেকে ৩০ মিটার দূরে প্রস্রাব করছিলেন। তার আর একটু দূরে প্রস্রাব করছিলেন আরও এক ব্যক্তি। ভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে গেছেন। আরও পড়ুন: Demanding Nudes From Fake Account: ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে কিশোরীর থেকে নগ্ন ছবি ও যৌন সুবিধা চাওয়ার অভিযোগ, ধৃত স্কুল শিক্ষক