Manmohan Singh: বিগত ১০ বছর ধরে পঞ্জাবিদের অসম্মান করে এসেছেন মোদী! মন্তব্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের

ভোটের আবহে এবার মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan Singh)। আগামী ১ জুন পঞ্জাবের ১৩টি আসনে নির্বাচন রয়েছে। তার আগে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপিকে কৃষক বিল এবং পঞ্জাবকে বঞ্চনা প্রসঙ্গে আক্রমন করেন তিনি। তাঁর মতে, বিগত ১০ বছর ধরে পঞ্জাবিদের প্রতিনিয়ত অসম্মান করে গিয়েছে মোদী। ফলে লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতার মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

তিনি এদিন এক্স হ্যান্ডেলে লেখেন, বিগত ১০ বছর ধরে বিজেপি দেশে সরকার চালাচ্ছে। আর প্রতিমুহূর্তে দল এবং খোদ প্রধানমন্ত্রী মোদী পঞ্জাব, পঞ্জাবিদের অসম্মান করে এসেছে। ৭৫০ জন প্রতিবাদী, যাদের মধ্যে অধিকাংশই পঞ্জাবের বাসিন্দা ছিল তাঁরা দিল্লির সীমান্তে কৃষক আইনের বিরোধীতা করতে করতে প্রাণ দিয়েছে। কিন্তু তাঁদের কথা কেউ শোনেননি। লাঠি বা রবার বুলেট যথেষ্ট ছিল না, সংসদ ভবনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী কৃষকদের পবজীবী বলে মন্তব্য করেছেন। তাঁদের একটাই দাবি ছিল এই তিনটি কৃষক বিল প্রত্যাহার করা।

পাশাপাশি একটি খোলা চিঠির মাধ্যমে মোদীর নিন্দাও করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর মতে, মোদী ভোট প্রচারে ঘৃণামূলক মন্তব্য করে প্রধানমন্ত্রীর আসনের অপমান করেছেন। অতীতে কোনও প্রধানমন্ত্রী এহেন হিংসাত্বক, বিদ্বেষমূলক মন্তব্য করেননি বলে জানিয়েছেন মনমোহন সিং। প্রসঙ্গত, আগামী ১ জুন দেশে লোকসভা নির্বাচনের অন্তিম দফা রয়েছে। এরপরেই ভাগ্য নির্ধারণ হবে আগামী ৫ বছর কারা কেন্দ্রে সরকার গঠন করবে।