Srinagar Encounter: শ্রীনগর এনকাউন্টারে নিকেশ ২ জঙ্গি, নিহতদের মধ্যে একজন প্রাক্তন সাংবাদিক

জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার রায়নাওয়ারি এলাকায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে (Srinagar Encounter) নিকেশ ২ জঙ্গি (Terrorist)। তাদের নাম রইস আহমেদ ভাট (Rayees Ahmad Bhat) এবং হিলাল আহমেদ রাহ (Hilal Ahmad Rah)। পুলিশ জানিয়েছে যে রইস আহমেদ ভাট আগে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিল। সে একটি অনলাইন নিউজ পোর্টাল চালাত। অন্যদিকে, হিলাল আহমেদ রাহ দক্ষিণ কাশ্মীরের বিজবেহারার বাসিন্দা।

File Photo (Photo Credits: IANS)

শ্রীনগর, ৩০ মার্চ: জম্মু ও কাশ্মীরের শ্রীনগর জেলার রায়নাওয়ারি এলাকায় নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে (Srinagar Encounter) নিকেশ ২ জঙ্গি (Terrorist)। তাদের নাম রইস আহমেদ ভাট (Rayees Ahmad Bhat) এবং হিলাল আহমেদ রাহ (Hilal Ahmad Rah)। পুলিশ জানিয়েছে যে রইস আহমেদ ভাট আগে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ছিল। সে একটি অনলাইন নিউজ পোর্টাল চালাত। অন্যদিকে,  হিলাল আহমেদ রাহ দক্ষিণ কাশ্মীরের বিজবেহারার বাসিন্দা।

পুলিশ বলেছে, "নিহত রইস আহমেদ ভাট আগে একজন সাংবাদিক ছিল। অনন্তনাগে অনলাইন নিউজ পোর্টাল 'ভ্যালি নিউজ সার্ভিস' চালাত। ২০২১ সালের অগাস্ট মাসে সে জঙ্গি সংগঠনে নাম লেখায়। তার বিরুদ্ধে দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল।" আরও পড়ুন: Petrol-Diesel Prices Today: আজও বাড়ল পেট্রল ও ডিজেলের দাম, জানুন নতুন দাম কত হল

জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল এলাকাটি ঘেরাও করে। এরপর তল্লাশি অভিযান শুরু হতেই জঙ্গি ও বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয়ে যায়।



@endif