: মার্কিন মুলুকে আমার মন্তব্য নিয়ে মিথ্যাচার করছে বিজেপি, ভিডিয়ো প্রকাশ করে বললেন রাহুল গান্ধী
মার্কিন মুলুকে রাহুলের কিছু মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আমেরিকায় দেশবিরোধী মন্তব্য করেছেন দাবি করে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
নতুন দিল্লি, ২১ সেপ্টেম্বর: লোকসভা ভোটে সম্মানজনক ফল ও ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জে সফল হয়ে চলতি মাসর গোড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে যান কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। মার্কিন মুলুকে রাহুলের শিখ ধর্মাবলম্বিদের নিয়ে করা মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপির নেতা-মন্ত্রীরা। আমেরিকায় দেশবিরোধী মন্তব্য করেছেন দাবি করে রাহুলকে ক্ষমা চাওয়ার দাবি করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এই বিষয়ে এক্স প্ল্যাটফর্মে রাহুল গান্ধী লিখনে, " আমার মার্কিন যুক্তরাষ্ট্র সফর নিয়ে, বিজেপি মিথ্যাচার করছে। আমি ভারত ও বিদেশ বসবাসকারী শিখ ভাই-বোনদের কাছে জানতে চাই- আমি কি কিছু ভুল বলেছি? ভারত কি এমন একটা দেশ হয়ে ওঠা উচিত নয়, যেখানে প্রত্যেক শিখ এবং প্রত্যেক ভারতীয় কোনও রকম ভয় ছাড়াই তাদের ধর্মীয় উপাচার, নিয়ম পালন করতে পারবেন?"
এরপর উত্কতর প্রদেশের রায়বারেলির সাংসদ রাহুল লেখেন, " কিন্তু বিজেপি সেই আগের মত একই কায়দায় মিথ্যা বলছে, মিথ্যা ছড়াচ্ছে। ওরা আমায় চুপ করাতে বদ্ধপরিকর। কারণ ওরা সত্যির সামনে দাঁড়াতে পারে না। কিন্তু আমি সব সময় ভারতের মূল্যবোধ, সংস্কৃতি এবং যা ভারতে গোটা বিশ্বের কাছে পরিচয় করায় তা নিয়ে আমি আগামী দিনেও মুখ খুব। আমাদের ঐকত্য হল বৈচিত্র্য, সমতা ও ভালবাসা।"
দেখুন মার্কিন সফরে এই ইস্যুতে ঠিক কী বলেছিলেন রাহুল গান্ধী
প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এক অনুষ্ঠানে বক্তৃতায় রাহুল গান্ধী বলেছিলেন, "ভারতে লড়াই একজন শিখকে পাগড়ি পরতে দেওয়া হবে কি না তা নিয়ে, শিখদের কারা পরতে দেওয়া হবে কিনা, একজন শিখকে গুরুদ্বারে যেতে দেওয়া হবে কি না তা নিয়ে। এটাই লড়াইয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এটা শুধু শিখ নয়, সব ধর্মের সঙ্গেই ঘটছে।" ভারতে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে বলতে গিয়ে এমন কথা বলেছিলেন রাহুল।