Employment News: বড় সুযোগ, গোটা দেশ জুড়ে শুরু হবে রোজগার মেলা, চাকরি পেতে পারেন ১০ লক্ষ

এক বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের চাকরিতে প্রায় ১০ লক্ষ নিয়োগ হবে বলে রাজ্যসভায় কেন্দ্রের তরফে রোজগার মেলার প্রসঙ্গ উত্থাপন করে জানানো হয়।

Job (Photo Credit: : (Needpix.com)

দিল্লি, ২ ফেব্রুয়ারি: রোজগার মেলা (Rozgar Mela) থেকে এবার লাভবান হবে দেশের যুব সম্প্রদায়। গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের চাকরির ক্ষেত্রে প্রায় ৯.৭৯ পদে নিয়োগ করা হবে।  কেন্দ্রীয় সরকারের চাকরিতে যে পদগুলিতে নতুন করে নিয়োগ হবে, তার মধ্যে রেল থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের মত একাধিক ক্ষেত্র রয়েছে। রাজ্যসভায় বৃহস্পতিবার এমনই জানানো হয়েছে তরফে। বিজেপি সাংসদ সুশালী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী জেতন্দ্র সিং একযোগে বৃহস্পতিবার রাজ্যসভায় একযোগে রোজগার মেলার প্রসঙ্গ উত্থাপন করে, সেখান থেকে দেশ জুড়ে ১০ লক্ষ কর্মসংস্থান হবে বলে জানান। এক বছরের মধ্যে কেন্দ্রীয় সরকারের চাকরিতে প্রায় ১০ লক্ষ নিয়োগ হবে বলে রাজ্যসভায় কেন্দ্রের তরফে রোজগার মেলার প্রসঙ্গ উত্থাপন করে জানানো হয়।

গোটা দেশ জুড়ে এই রোজগার মেলা শুরু করবে কেন্দ্রীয় সরকার। রোজগার মেলার দ্বারা দেশের যুব সম্প্রদায় উপকৃত হবে বলে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে জানানো হয় রাজ্যসভায়।