EPFO Cuts Interest Rate: প্রভিডেন্ট ফান্ডে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমে হতে চলেছে ৮.১ শতাংশ

২০২১-২২ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund) জমা আমানতের উপর সুদের হার (Interest Rate)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ৮.৫ শতাংশ থেকে কমে সুদের হার হতে চলেছে ৮.১ শতাংশ। খুব শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফও-র অছি পরিষদ এই প্রস্তাব দিতে চলেছে।

(Photo Credits: PTI/File)

নতুন দিল্লি, ১২ মার্চ: ২০২১-২২ অর্থবর্ষে কমতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে (Employees’ Provident Fund) জমা আমানতের উপর সুদের হার (Interest Rate)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর,  ৮.৫ শতাংশ থেকে কমে সুদের হার হতে চলেছে ৮.১ শতাংশ। খুব শীঘ্রই অর্থ মন্ত্রকের কাছে ইপিএফও-র ট্রাস্টি বোর্ড এই প্রস্তাব দিতে চলেছে।

গুয়াহাটিতে অনুষ্ঠিত ইপিএফও-এর কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বোর্ডের সুপারিশ অর্থ মন্ত্রকে পাঠানো হবে।এটি চার দশকের মধ্যে সর্বনিম্ন সুদের হার। ১৯৭৭-৭৮ সালের পর এত নীচে নামেনি ইপিএফ-তে সুদের হার। ওই সময় সুদের পরিমাণ ছিল ৮ শতাংশ। আরও পড়ুন: Formation Of Government In Punjab: রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে পঞ্জাবে সরকার গড়ার দাবি জানালেন ভগবন্ত মান

এই সিদ্ধান্ত সম্ভবত ৬ কোটিও বেশি বেতনভোগী শ্রেণীর গ্রাহকদের হতাশ করবে। গত অর্থবছরে এই সুদের হার ছিল ৮.৫ শতাংশ।