Vice President Election 2022: উপরাষ্ট্রপতি নির্বাচন ৬ অগাস্ট
রাষ্ট্রপতি নির্বাচন মিটলেই হবে দেশের উপরাষ্ট্রপতি পদে ভোট। আগামী ৬ অগাস্ট হতে চলেছে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন।
নতুন দিল্লি, ২৯ জুন: রাষ্ট্রপতি নির্বাচন মিটলেই হবে দেশের উপরাষ্ট্রপতি ( Vice President Election 2022) পদে ভোট। আগামী ৬ অগাস্ট হতে চলেছে দেশের ১৪তম উপরাষ্ট্রপতি নির্বাচন। আগামী মাসেই শেষ হতে চলেছে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু (Venkaiah Naidu) -র মেয়াদ। ২০১৭ সালের ১১ অগাস্ট থেকে তিনি দেশের উপরাষ্ট্রপতি আছেন। উপরাষ্ট্রপতি নির্বাচন হয় নাকি সর্বসম্মতিক্রমে শাসক ও বিরোধীরা কাউকে বেছে নেয় সেটাই দেখার। রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছে, রাষ্ট্রপতি নির্বাচনের মত উপরাষ্ট্রপতি পদেও বিরোধী জোট বিজেপি-কে খালি মাঠে ছেড়ে না দিয়ে প্রার্থী দেবে।
ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণণ। উপরাষ্ট্রপতি রাজ্যসভার স্পিকার দায়িত্বও পালন করেন। গতবার, ২০১৭ উপরাষ্ট্রপতি পদে নির্বাচনে বিরোধীদের সমর্থিত নির্দল প্রার্থী গোপাল গান্ধীকে হারিয়ে নির্বাচিত হয়েছিলেন বিজেপি-র ভেঙ্কাইয়া নাইডু। নাইডু পেয়েছিলেন প্রায় ৬৮ শতাংশ ভোট। আরও পড়ুন: Udaipur Killing: UAPA ধারায় মামলা দায়ের, মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতেই উদয়পুরে হত্যা, জানাল NIA
দেখুন টুইট
প্রসঙ্গত, আগামী ১৮ জুলাই রাষ্ট্রপতি ভোটে মুখোমুখি লড়াইয়ে এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ও বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহা। ২১ জুলাই হবে রাষ্ট্রপতি পদের ফল ঘোষণা।