Sanjay Raut: 'আমায় সরাতে কনট্র্যাক্ট কিলার ভাড়া করেন মহা মুখ্যমন্ত্রীর পুত্র', বিস্ফোরক দাবি সঞ্জয় রাউতের
সঞ্জয় রাউতের দাবি অনুযায়ী, সম্প্রতি শিবসেনার (উদ্ভব বালাসাহেব ঠাকরে) একাধিক নির্বাচিত সদস্যদের উপর হামলা চলে। শুধু তাই নয়, মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন সঞ্জয় রাউত।
মুম্বই, ২১ ফেব্রুয়ারি: এবার মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী পুত্র শ্রীকান্ত শিন্ডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সঞ্জয় রাউত। শিবসেনার মুখপাত্র (উদ্ভব বালাসাহেব ঠাকরে) সঞ্জয় রাউতের অভযোগ, মহা মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র (Eknath Shinde) শ্রীকান্ত শিন্ডে 'কনট্র্যাক্ট কিলার' ভাড়া করেন তাঁকে সরানোর জন্য। থানে থেকে এই 'কনট্যাক্ট কিলার' ভাড়া করা হয় বলে অভিযোগ সঞ্জয় রাউতের। এমনই দাবি সঞ্জয় রাউতের। এ বিষয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশকে তিনি চিঠি পাঠিয়েছেন। ফড়ণবীশ যাতে বিষয়টির তদন্ত করেন, সে বিষয়েও আবেদন করেন সঞ্জয় রাউত।
সঞ্জয় রাউতের দাবি অনুযায়ী, সম্প্রতি শিবসেনার (উদ্ভব বালাসাহেব ঠাকরে) একাধিক নির্বাচিত সদস্যদের উপর হামলা চলে। শুধু তাই নয়, মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা বাড়ছে বলেও দাবি করেন সঞ্জয় রাউত। উদ্ভব ঠাকরের বিশ্বসাভাজন ব্যক্তির ওই মন্তব্যের জেরে কার্যত শোরগোল শুরু হয়েছে।