IPL Auction 2025 Live

PM Modi On Nagrota Encounter: বড় ধরনের সর্বনাশ ও ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা রোখা গেছে, নাগরোটায় জঙ্গি নিকেশ নিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

জম্মু ও কাশ্মীরের নাগরোটায় (Nagrota) গতকাল ৪ জইশ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জঙ্গিদের থেকে। গোয়েন্দারা মনে করছেন ২৬ নভেম্বর মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। গতকালের ঘটনার বিষয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

নরেন্দ্র মোদি (Photo: ANI)

নতুন দিল্লি, ৩০ নভেম্বর: জম্মু ও কাশ্মীরের নাগরোটায় (Nagrota) গতকাল ৪ জইশ জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী। বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে জঙ্গিদের থেকে। গোয়েন্দারা মনে করছেন ২৬ নভেম্বর মুম্বই হামলার বর্ষপূর্তিতে বড় হামলার পরিকল্পনা করেছিল জঙ্গিরা। গতকালের ঘটনার বিষয়ে আজ মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।

আজ পরপর দুটি টুইট করেন নরেন্দ্র মোদি। তিনি লেখেন, "পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের ৪ জন সন্ত্রাসবাদীর নিহত হওয়ার ঘটনা এবং তাদের সঙ্গে বিশাল আকারের অস্ত্র ও বিস্ফোরকের উপস্থিতি ইঙ্গিত দেয় যে বড় ধরনের সর্বনাশ ও ধ্বংসযজ্ঞ চালানোর তাদের প্রচেষ্টা আবারও ব্যর্থ হয়েছে।" মোদি লেখেন, "আমাদের সুরক্ষা বাহিনী আবারও চরম সাহসিকতা এবং পেশাদারিত্ব প্রদর্শন করেছে। তাদের সতর্কতার জন্য ধন্যবাদ, তারা জম্মু ও কাশ্মীরের গণতান্ত্রিক ব্যবস্থাকে টার্গেট করার জন্য একটি নিন্দিত ষড়যন্ত্রকে পরাস্ত করেছে।" আরও পড়ুন: Indian Army Refutes Reports of Strike in PoK: পাকিস্তান অধিকৃত কাশ্মীরে কোনও স্ট্রাইক চালায়নি তারা, ভুয়ো খবর উড়িয়ে জানাল ভারতীয় সেনা

তার আগে আজ প্রধানমন্ত্রী গতকালের ঘটনা নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে ছিলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, বিদেস সচিব ও শীর্ষ গোয়েন্দা আধিকারিকরা।