New Education Policy 2020: নতুন শিক্ষা নীতি নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডাঃ সুভাষ সরকার! দেখুন ভিডিয়ো

মঙ্গলবার তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের নতুন পরিকাঠামোর উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

Photo Credits: ANI

চেন্নাই: মঙ্গলবার তামিলনাড়ুর (Tamil Nadu) রাজধানী চেন্নাইয়ে (Chennai) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চের (National Institute of Technical Teacher's Training and Research) নতুন পরিকাঠামোর (new infrastructural facilities) উদ্বোধন করলেন শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ সুভাষ সরকার (Union Minister of State for Education Dr. Subhash Sarkar)। সেখানে গিয়ে নতুন কেন্দ্রীয় শিক্ষা নীতি সম্পর্কেও মুখ খোলেন তিনি। আরও পড়ুন: Rahul Gandhi On Caste Census: 'ক্ষমতা এলে জাতিগত জনগণনা করবই', ভিডিয়োতে শুনুন আরও কী বললেন রাহুল গান্ধী

কেন্দ্রীয় শিক্ষা নীতি ২০২০, সম্পর্কে কথা বলতে গিয়ে ডাঃ সুভাষ সরকার বলেন, "কোনও রাজ্য সরকারই নতুন শিক্ষা নীতি ২০২০ (New Education Policy 2020)-এর বিরোধিতা (opposed) করেনি। তারা নিজেদের পর্যবেক্ষণ (observations) কেন্দ্রের (Centre) সামনে রেখেছে।" আরও পড়ুন: Kerala : ইজরায়েলে আটকে পড়া সাত হাজার কেরালাবাসীকে ফিরিয়ে আনার আবেদন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের

দেখুন ভিডিয়ো: