মাধ্যমিক পাশ করে চাকরি পেতে চান ? সুযোগের শেষ দিন ২৯মে

মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন৷ আগামী ২৯ মে-র মধ্যেই চটপট আবেদন করে ফেলুন।

প্রতীকী ছবি(Photo Credit- Pixabay)

মাল্টি টাস্কিং স্টাফের শূন্যপদের নিয়োগ বার্তা, ঠিকই শুনছেন। স্টাফ সিলেকশন কমিশনের (SSC)এই https://ssc.nic.inরয়েছে নিয়োগ পরীক্ষার যাবতীয় তথ্য। একবার শুধু দেখে নিন। আপনার কাছে কি শুধুমাত্র মাধ্যমিক পাশের সার্টিফিকেট রয়েছে? কী চাকরি করবেন, কিছুতেই বুঝতে পারছেন না তাই তো? তবে আপনার জন্য রয়েছে সুখবর৷ কারণ মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন৷ আগামী ২৯ মে-র মধ্যেই চটপট আবেদন করে ফেলুন।

আবেদনকারীকে ব্যাংকে ১০০ টাকা জমা দিতে হবে৷ তফসিলি জাতি এবং উপজাতির (ST/SC)প্রার্থীদের যদিও আবেদনের জন্য একটি পয়সাও খরচ করতে হবে না৷ ইন্টারনেট ব্যাংকিং অথবা ব্যাংকে গিয়ে সরাসরি টাকা জমা দেওয়া যেতে পারে৷ এরপর একটি চালান সংগ্রহ করতে হবে৷ মনে রাখবেন, ওই চালানটি আপনার আবেদনের একমাত্র প্রমাণপত্র৷ ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে কম্পিউটার ভিত্তিক এবং পরে লিখিত পরীক্ষা দিতে হবে৷ দু’ধরনের পরীক্ষায় পাশের পর হবে সার্টিফিকেট খতিয়ে দেখার কাজ৷ তার সঙ্গে প্রার্থীর ইন্টারভিউও নেওয়া হবে৷ প্রতিটি ধাপে উত্তীর্ণরাই  এই মাল্টি টাস্কিং স্টাফ হিসাবে নির্বাচিত হবেন৷ কবে, কোথায় পরীক্ষা হবে সে সংক্রান্ত তথ্য জানার জন্য ওই ওয়েবসাইটে চোখ রাখতে হবে৷ নির্বাচিত প্রার্থীরা ১৮০০ টাকা গ্রেড পে হিসাবে ৫,২০০ টাকা থেকে ২০ হাজার ২০০ টাকা বেতন পাবেন৷

মাল্টি টাস্কিং স্টাফের (Multi Tasking Staff)শূন্যপদের জন্য আবেদনকারীকে অবশ্যই মাধ্যমিক পাশ হতে হবে৷ ন্যূনতম ১৮ বছর বয়সি থেকে ১ আগস্ট, ২০১৯-এর হিসাবে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সরকারি নিয়মানুসারে তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর এবং অন্যান্য অনগ্রসর প্রার্থীরা সর্বোচ্চ দশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷