JEE Main 2021 Postponed: করোনার কারণে স্থগিত জেইই মেইন এপ্রিল সেশনের পরীক্ষা

স্থগিত হয়ে গেল জেইই মেইন (JEE Main 2021) এপ্রিল সেশনের পরীক্ষা। দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। জেইই মেইন এপ্রিল সেশনের পরীক্ষা ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ছবিটি প্রতীকী (Photo Credits: unsplash.com)

নতুন দিল্লি, ১৮ এপ্রিল: স্থগিত হয়ে গেল জেইই মেইন (JEE Main 2021) এপ্রিল সেশনের পরীক্ষা। দেশে করোনা সংক্রমণ বাড়ার কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency )। জেইই মেইন এপ্রিল সেশনের পরীক্ষা ২৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি আজ জানিয়েছে, পরবর্তীতে  কমপক্ষে ১৫ দিন আগে পরীক্ষার নতুন দিন ঘোষণা করা হবে। জেইই মেইন-র প্রথম দুটি সেশন ইতোমধ্যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে শেষ হয়েছে।

করোনার কারণে ইতিমধ্যে সিবিএসই-র ক্লাস টেনের পরীক্ষা বাতিল, করা হয়েছে। এছাড়াও স্থগিত রয়েছে ক্লাস টুয়েলভের পরীক্ষা। CBSE র পর  ক্লাস টেন ও টুয়েলভের ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে CISCE ও।  ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের ঐচ্ছিক করা হয়েছে। কবে হবে পরীক্ষা, সেই সিদ্ধান্ত হবে জুনের প্রথম সপ্তাহে। দুই কেন্দ্রীয় বোর্ড ছাড়াও বিভিন্ন রাজ্য তাদের বোর্ডের পরীক্ষা বাতিল করেছে অথবা স্থগিত রেখেছে।