Civil Services (Main) Examination 2021: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা, জানিয়ে দিল ইউপিএসসি

আগামী ৭ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা। আজ একথা জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাওয়া ও আসার সময় যাতে কোনও সমস্যা না হয় তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে বলেছে কমিশন। রাজ্যগুলিকে বলা হয়েছে প্রয়োজনে ই-অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্র পাস হিসাবে পরীক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হবে।

ফাইল ফোটো (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৫ জানুয়ারি: আগামী ৭ জানুয়ারি থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা (Civil Services Examination 2021)। আজ একথা জানিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission )। পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে যাওয়া ও আসার সময় যাতে কোনও সমস্যা না হয় তা রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে বলেছে কমিশন।

রাজ্যগুলিকে বলা হয়েছে প্রয়োজনে ই-অ্যাডমিট কার্ড এবং পরিচয়পত্রগুলিকে পাস হিসাবে পরীক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হবে। এক বিবৃতিতে ইউপিএসসি বলেছে, "কোভিড অতিমারির কারণে বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা করার পরে কমিশন সিভিল সার্ভিসেস (মেন) পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী নেবে। অর্থাৎ ৭, ৮, ৯, ১৫ এবং ১৬ জানুয়ারি পরীক্ষা নেওয়া হবে।"

আইএএস (IAS), আইএফএস (IFS) এবং আইপিএস (IPS) অফিসারদের নির্বাচন করার জন্য সিভিল পরিষেবা পরীক্ষা বছরে তিনটি পর্যায়ে নেওয়া হয়। সেগুলি হল-প্রিলিমিনারি, মেন এবং ইন্টারভিউ।