CBSE Board Exams 2021 Datesheet Update: ২ ফেব্রুয়ারি ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা

আগামী ২ ফেব্রুয়ারি ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আজ একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল 'নিশঙ্ক' (Ramesh Pokhriyal ‘Nishank’ )। তিনি আরও জানিয়েছেন যে সিবিএসই শিক্ষার্থীদের ৪৫ বছরের রেকর্ড ডিজিটালাইজ করবে। সিবিএসই তাদের অফিসিয়াল ওয়েবসাইট- cbse.gov.in- এ ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষাসূচি প্রকাশ করবে।

(Photo: CBSE)

নতুন দিল্লি, ২৮ জনুয়ারি: আগামী ২ ফেব্রুয়ারি ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের বোর্ডের পরীক্ষার সূচি ঘোষণা করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। আজ একথা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল 'নিশঙ্ক' (Ramesh Pokhriyal ‘Nishank’ )। তিনি আরও জানিয়েছেন যে সিবিএসই শিক্ষার্থীদের ৪৫ বছরের রেকর্ড ডিজিটালাইজ করবে। সিবিএসই তাদের অফিসিয়াল ওয়েবসাইট- cbse.gov.in- এ ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষাসূচি প্রকাশ করবে।

এর আগে ৩১ ডিসেম্বর শিক্ষামন্ত্রী সিবিএসই বোর্ডের পরীক্ষার তারিখ ঘোষণা করেছিলেন। ক্লাস টেন ও টুয়েলভের বোর্ডের পরীক্ষা ৪ মে শুরু হবে, চলবে ১০ জুন পর্যন্ত। প্র্যাকটিক্যাল পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হবে। ফল প্রকাশিত হবে ১৫ জুলাইয়ের মধ্যে। অনলাইন নয়, স্কুলে গিয়েই সিবিএসই-র পরীক্ষা দিতে হবে। চলমান COVID-19 মহামারীর কারণে সিবিএসই-র বোর্ড পরীক্ষা পিছিয়ে গেছে। সাধারণত মার্চ মাসে পরীক্ষা নেওয়া হয়, তবে এখন মে মাসে অনুষ্ঠিত হবে। আরও পড়ুন: Bombay High Court: প্যান্টের জিপ খুলে যৌনাঙ্গ প্রদর্শন যৌন নির্যাতন নয়, ফের বিতর্কিত ব্যাখ্যা বম্বে হাইকোর্টের

আজ রমেশ পোখরিয়াল নিশঙ্ক বলেন, "আমরা বাচ্চাদের একটা বছর নষ্ট হতে দিইনি। স্বাস্থ্যবিধি মেনে আমরা পরীক্ষার আয়োজন করতে পেরেছিলাম। তবে অভিভাবক ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জাহির করতেই হয়। ছাত্র-ছাত্রীরাও এমন কঠিন পরিস্থিতিতে মনোবল বজায় রেখেছিল। যেভাবে ওরা নিজেদের প্রস্তুত করেছে তা প্রশংসার দাবি রাখে।"