Calcutta University Result 2019: কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ, বি.এসসি, বি.কম-এর ফলাফল ঘোষিত, ফল জানুন wbresults.nic.in এবং exametc.com-র মাধ্যমে

কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের তৃতীয় বর্ষের ফলাফল ঘোষিত হল। বিএ (কলা), বি.এসসি (বিজ্ঞান), বিকম ( বানিজ্য/কর্মাস) - তিন শাখারই ফলাফল ঘোষিত হল। ফলাফল জানা যাচ্ছে wbresults.nic.in এবং exametc.com গুলিতে।

Representational Image | (Photo Credits: pixabay)

কলকাতা, ১৪ অগাস্ট:  Calcutta University Result 2019: CU Results for BA, BSc, BCom declared on wbresults.nic.in and exametc.com- প্রতীক্ষার অবসান। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তিন বিভাগের পার্ট থ্রি-র ফলাফল ঘোষিত হল। বিএ (কলা), বি.এসসি (বিজ্ঞান), বিকম ( বানিজ্য/কর্মাস) - তিন শাখারই ফলাফল ঘোষিত হল। ফলাফল জানা যাচ্ছে wbresults.nic.in এবং exametc.com গুলিতে। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি wbresults.nic.in এবং exametc.com-র মাধ্যমে জানা যাচ্ছে ফলাফল। দেখবেন সেই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাচ্ছে, একটু অপেক্ষা করুন। এবার নিজের সার্চ বটনে রোল নম্বর এন্টার করুন। আরও পড়ুন-দিল্লিতে শোভন চ্যাটার্জিকে উত্তরীয় পরিয়ে বিজেপি-তে নিলেন মুকুল রায়

কীভাবে জানা যাবে ফলাফল

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সাইট ভিজিট করুন বা exametc.com-এ জানা

হোম পেজে লিঙ্কে ক্লিক করুন-যেখানে লেখা ‘ BA, B.Sc and B.Com GEN (PART 3) Exam 2019 Result’

দেখবেন সেই লিঙ্কে ক্লিক করলে একটা নতুন পেজ খুলে যাচ্ছে, একটু অপেক্ষা করুন

এবার নিজের সার্চ বটনে রোল নম্বর এন্টার করুন

দেখবেন আপনার চোখের সামনে ভেসে উঠেছে- BA, B.Sc and B.Com Gen. (Part 3) Exam 2019 ফলাফল

রেজাল্টটা এবার ডাউনলোড করে নিন।



@endif