Kerala: লিঙ্গ বৈষম্য দূর করতে এই রাজ্যের সব স্কুল কো-এড হোক, নির্দেশ শিশু অধিকার কমিশনের

শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ সমতা বাড়াতে রাজ্যের সমস্ত স্কুলকে কো-এড করার নির্দেশ দিল কেরালার শিশু অধিকার কমিশন (Child Rights Commission)। রাজ্যের শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে।

School students. (Credits: PTI | Representational Image)

তিরুবনন্তপুরম, ২২ জুলাই:  শিক্ষার্থীদের মধ্যে লিঙ্গ সমতা বাড়াতে রাজ্যের সমস্ত স্কুলকে কো-এড করার নির্দেশ দিল কেরালার শিশু অধিকার কমিশন (Child Rights Commission)। রাজ্যের শিক্ষা দপ্তরকে এই নির্দেশ দেওয়া হয়েছে। মূলত পড়ুয়ারা লিঙ্গ বৈষম্যকে সঙ্গে নিয়ে বেড়ে উঠছে। এই ধরনের অভিযোগ পাওয়ার পরই  এই সিদ্ধান্ত নেয় কেরালার শিশু অধিকার কমিশন। তারপর শুক্রবার রাজ্যের শিক্ষা দপ্তরকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। আরও পড়ুন -PM Modi Meets Artist Abhijeet Gotani: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, কী বললেন শিল্পী অভিজিৎ গোটানি? (দেখুন ভিডিও)

শিক্ষা অধিকার কমিশনের চেয়ারম্যান মনোজ কুমার জানিয়েছেন, “ আমরা সমস্ত স্কুলকে কো-এড করার নির্দেশিকা জারি করেছি। মূলত সাংবিধানিকে অধিকার সমানাধিকার রক্ষাই হল আমাদের মূল উদ্দেশ্য। লিঙ্গ সমতা কুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এই বিষয়ের অনুধাবন স্কুল স্তরেই শুরু হওয়া উচিত।”