ED Raid : আপ নেতাদের ওপর জারি ইডির তল্লাশি, ইডি অভিযানের ধরন নিয়ে প্রশ্ন অতিসির
দীর্গ সময়ের তল্লাশিতে কোন প্রশ্নও জিজ্ঞেস করা হয়নি এবং কেন তল্লাশি চালানো হচ্ছে সেই বিষয়ে কোন উত্তরও দেয়নি ইডি
আপ নেতা ও মন্ত্রাীদের বিরুদ্ধে ইডির তল্লাশি অভিযান নিয়ে মুখ খুললেন আপ নেতা অতিসি (Atishi)। তিনি জানান,"গতকাল ইডি অরবিন্দ কেজরিওয়ালের পিএস বিভব কুমারের (Bivab Kumar) বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি ১৬ ঘন্টা ধরে চলে। এছাড়া আপ সাংসদেন এন ডি গুপ্তার বাড়িতেও তল্লাশি চালানো হয়। এই তল্লাশি ১৮ ঘন্টা ধরে চলে। যদিও ইডি পিএস বা এন ডি গুপ্তাকে কোন প্রশ্ন করেনি। তারা কোন তথ্যও দেয়নি কেন এই তল্লাশি চালানো হল।"
শুধু দিল্লি নয় উত্তরাখন্ডের প্রাক্তন মন্ত্রী হারাক সিং রাওয়াতের বাড়িতেও চালানো হয়েছে এই তল্লাশি। দেশ জুড়ে এভাবে বিরোধীদের ইডির মাধ্যমে তল্লাশি চালানোর জেরে মুখ খুলেছেন বিরোধীরা। বিরোধীদের ভয় দেখাতেই এই ধরনের কান্ড করা হচ্ছে বলে মত বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের।