Raghav Chadha: মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলা, ইডির চার্জশিটে নাম পরিণীতির হবু স্বামী AAP সাংসদ রাঘব চাড্ডার
সি অরবিন্দের দাবি অনুযায়ী, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে যে বৈঠক হয়, সেখানে হাজির ছিলেন পাঞ্জাবের এক্সসাইড কমিশনার বরুণ রুজম, বিনয় নায়ার। ওই বৈঠকেই মণীশ সিসোদিয়ার বাড়িতে আপ সাংসদ রাঘব চাড্ডা হাজির হন বলে দাবি মণীশ সিসোদিয়ার প্রাক্তন সচিবের।
দিল্লি, ২মে: মদের দোকানে বেআইনি লাইসেন্স মামলায় (Delhi Liquor Policy Case) এবার নাম জড়াল আপ সাংসদ রাঘব চাড্ডার। ফলে মদের দোকানে বেআইনি লাইসেন্স ইস্যুতে রাঘব চাড্ডার (Raghav Chadha) নাম প্রকাশ্যে আসতেই তা নিয়ে রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়ে যায়। মণীশ সিসোদিয়ার প্রাক্তন সচিব সি অরবিন্দ জিজ্ঞাসাবাদের সময় দাবি করেন, রাঘব চাড্ডার উপস্থিতিতে এ বিষয়ে একটি বৈঠক হয়। সি অরবিন্দের ওই দাবির পরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে রাঘব চাড্ডার নাম মদের দোকানে বেআইনি লাইসেন্স ইস্যুতে নয়া চার্জশিটে তুলে আনা হয়।
সি অরবিন্দের দাবি অনুযায়ী, দিল্লির (Delhi) প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে যে বৈঠক হয়, সেখানে হাজির ছিলেন পাঞ্জাবের এক্সসাইড কমিশনার বরুণ রুজম, বিনয় নায়ার। ওই বৈঠকেই মণীশ সিসোদিয়ার বাড়িতে আপ সাংসদ রাঘব চাড্ডা হাজির হন বলে দাবি মণীশ সিসোদিয়ার প্রাক্তন সচিবের। সি অরবিন্দের ওই দাবির পরই রাঘব চাড্ডার নাম মদের দোকানেবেআইনি লাইসেন্স ইস্যুতে উঠে আসে।
প্রসঙ্গত বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার সঙ্গে বিয়ে প্রায় পাকা রাঘব চাড্ডার। পরিণাীতি চোপড়ার সঙ্গে রাঘব চাড্ডার বিয়ে নিয়ে ইতিমধ্যেই শোরগোল শুরু হয়েছে। তবে কবে কোথায় আপ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসবেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।