Priyanka Chaturvedi: 'বিজেপিরই একটি অংশ ইডি', শিবসেনা সাংসদের কড়া কটাক্ষের মুখে কেন্দ্র
বিজেপি বিরোধীরা যদি গেরুয়া শিবিরের গঙ্গার জলে ডুব দিয়ে আসেন, তাহলে আর তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থাকে না বলেও কটাক্ষ করেন শিবসেনার এই সাংসদ।
দিল্লি, ১৯ জুলাই: বিজেপিরই একটি অংশ ইডি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের স্ত্রী পুনম জৈনকে জিজ্ঞাসাবাদের বিষয়ে কটাক্ষ করলেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিবসেনার রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন, বিজেপিরই একটি অংশ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে রাজ্যেই বিজেপি বিরোধীদের হাতে সরকার, সেখানেই ইডি হাজির হচ্ছে। সেখানেই রাজ্য সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা (Priyanka Chaturvedi)।
বিজেপি বিরোধীরা যদি গেরুয়া শিবিরের (BJP) গঙ্গার জলে ডুব দিয়ে আসেন, তাহলে আর তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার থাকে না বলেও কটাক্ষ করেন শিবসেনার এই সাংসদ। মহারাষ্ট্র যার অন্যতম উদাহরণ বলেও বিজেপি সরকারকে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।
আরও পড়ুন: Maharashtra: বন্ধুর মোবাইল ফোনে জি পে দিয়ে ২২.৩৫ লক্ষ হাতিয়ে নিলেন ব্যক্তি, গ্রেফতার
রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে ভোট হল, তা একেবারে অরাজনৈতিক বলে কটাক্ষ করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে যেভাবে হুইপ জারি করে ভোট হল, তা একেবারেই অনৈতিক বলেও কটাক্ষ করেন প্রিয়াঙ্কা চতুর্বেদী।