Pragya Thakur: 'অযোধ্যা রাম মন্দিরের ভুমিপুজোর আগে পর্যন্ত প্রতিদিন পাঁচবার হনুমান চালিশা পাঠ করলেই করোনা থেকে মুক্তি', মন্তব্য বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুরের
আগামী ৫ অগস্ট অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো। তাঁর আগে বিতর্কিত মন্তব্য করে ফের সমালোচনার মুখে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর। করোনাভাইরাস থেকে রেহাই পেতে অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজোর আগে জনসাধারণকে দিনে পাঁচবার করে হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দেন তিনি। যার ফলে ফের রে রে করে উঠেছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ। পতঞ্জলির করোনিল, গোমূত্র, ভাবিজি পাঁপড় ইত্যাদি করোনামুক্তির দাওয়াই নিয়ে বিজেপি যে যে মন্তব্যগুলি করেছে তাতে ইতিমধ্যে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্যে ফের একবার হাসির খোরাকে পরিণত হয়েছে বিজেপি।
কলকাতা, ২৬ জুলাই: আগামী ৫ অগস্ট অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজো। তাঁর আগে বিতর্কিত মন্তব্য করে ফের সমালোচনার মুখে বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা ঠাকুর (Pragya Thakur)। করোনাভাইরাস থেকে রেহাই পেতে অযোধ্যা রাম মন্দিরের (Ram Mandir) ভূমি পুজোর (Bhumi Puja) আগে জনসাধারণকে দিনে পাঁচবার করে হনুমান চালিশা পাঠ করার পরামর্শ দেন তিনি। যার ফলে ফের রে রে করে উঠেছে বিরোধী দল থেকে সাধারণ মানুষ। পতঞ্জলির করোনিল, গোমূত্র, ভাবিজি পাঁপড় ইত্যাদি করোনামুক্তির দাওয়াই নিয়ে বিজেপি যে যে মন্তব্যগুলি করেছে তাতে ইতিমধ্যে সমালোচনা তুঙ্গে। এরই মধ্যে সাধ্বী প্রজ্ঞার এই মন্তব্যে ফের একবার হাসির খোরাকে পরিণত হয়েছে বিজেপি।
সাধ্বী প্রজ্ঞা এদিন টুইটে একটি ভিডিওবার্তা দেন সঙ্গে লেখেন,"আগামী ৪ অগস্ট পর্যন্ত ভোপালে লকডাউন জারি থাকবে। এই পরিস্থিতিতে আমরা সকলেই করোনা থেকে মুক্তির প্রয়াস করব। অযোধ্যা রাম মন্দিরের ভূমিপুজোর আগে ২৫ জুলাই থেকে ৫ অগস্ট পর্যন্ত সন্ধে ৭ টায় পাঁচবার হনুমান চালিশা পাঠ করতে হবে। আমরা সকলে ৫ অগস্ট দীপাবলির মতো দীপ জ্বালিয়ে দিনটি উদযাপন করব। সেদিন সন্ধে ৭ টায় পাঁচবার হনুমান চালিশা পাঠ করা হবে। এরপর হবে ভগবান রামের আরতি। সকল হিন্দুগণ নিষ্ঠা নিয়ে একাজটি করতে পারলে দেশ করোনামুক্ত হবে।" মধ্যপ্রদেশে আগামী ৪ অগস্ট পর্যন্ত সম্পূর্ণ লকডাউন জারি থাকবে। এরপর উঠবে লকডাউন, বলেও তিনি জানান। আরও পড়ুন, 'রাম মন্দির নির্মাণ শুরু হলেই করোনাভাইরাস ধ্বংস হতে শুরু করবে', বললেন বিজপি নেতা
এর আগে মধ্যপ্রদেশ বিধানসভার প্রোটেম স্পিকার ও বিজেপি নেতা রামেশ্বর শর্মা (Rameshwar Sharma) বলেন, "অযোধ্যায় রাম মন্দিরের (Ram Temple) নির্মাণকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনাভাইরাস মহামারী ধ্বংস হতে শুরু করবে।" আগামী ৫ অগস্ট অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। বুধবার রামেশ্বর শর্মা সাংবাদিকদের বলেন, "তিনি (ভগবান রাম) মানবজাতির কল্যাণে এবং দানবদের হত্যা করার জন্য জন্ম নিয়েছিলেন। রাম মন্দিরের নির্মাণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে করোনা মহামারীরও ধ্বংস শুরু হবে।" তিনি বলেন, "কেবল ভারতই নয়, গোটা বিশ্ব করোনাভাইরাসের কারণে ভুগছে। আমরা কেবল সামাজিক দূরত্ব বজায় রাখছি না, আমাদের পবিত্র ব্যক্তিত্বদেরও স্মরণ করছি। সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে রাম মন্দির তৈরি হবে।"