Dussehra 2020 Wishes: দশেরার প্রাকমুহূর্তে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, রাহুল গান্ধী সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা

দশেরা ২০২০ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। দশেরায় দেশজুড়ে পালিত হয় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনায় দশেরা উৎসব। রাবণের কুশপুত্তলিকা দহনের মধ্যে দিয়ে উদযাপিত হবে দশেরা। তবে করোনাকালে এবছর ঘটা করে অনুষ্ঠান বন্ধ থাকবে।

রামনাথ কোবিন্দ, নরেন্দ্র মোদি, রাহুল গান্ধী ও রাজনাথ সিং (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ২৫ অক্টোবর: দশেরা ২০২০ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা। দশেরায় দেশজুড়ে পালিত হয় অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির সূচনায় দশেরা উৎসব। রাবণের কুশপুত্তলিকা দহনের মধ্যে দিয়ে উদযাপিত হবে দশেরা। তবে করোনাকালে এবছর ঘটা করে অনুষ্ঠান বন্ধ থাকবে।

রবিবার নবরাত্রির মহানবমীর সকালে দেশবাসীকে হিন্দিতে দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, "নবরাত্রির শুভক্ষণে মহানবমীতে সকল দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নবম দিনে মা সিদ্ধিদাত্রীর সাধনা ও পুজো হয়। সিদ্ধিদাত্রীর আশীর্বাদে মা সকল সফলতা দিক।" আরও পড়ুন, তৃতীয় পর্যায়ের ট্রায়ালের ছাড়পত্র পেয়ে গেল বায়োটেকের কোভ্যাক্সিন

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের টুইট-

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর টুইট-

 

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট-

 

স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের টুইট-

আজ নবমী। চারিদিকে বিদায়ের সুর। এক বছরের অপেক্ষায় রেখে মা পাড়ি দেবেন কৈলাশে। আপামর বাঙালির মনে বিদায়ের সুর। বাঙালির প্রিয় উৎসব, দুর্গোৎসবের আজ শেষ দিন। সকাল থেকে মাকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে দেশজুড়ে বিচ্ছিন্নভাবে করোনাবিধি মাথায় রেখে পালিত হবে রামলীলা, রাবন দহন।