Narendra Modi Greetings On Maha Ashtami Puja: দেশবাসীকে মহাঅষ্টমীর শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দেশবাসীকে মহাঅষ্টমীর (MahaAstami Puja) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশবাসীর সুখ-শান্তির প্রার্থনা করলেন তিনি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।"

নরেন্দ্র মোদি (Photo Credit: PTI)

কলকাতা, ২৪ অক্টোবর: দেশবাসীকে মহাঅষ্টমীর (Maha Ashtami Puja) শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দেশবাসীর সুখ-শান্তির প্রার্থনা করলেন তিনি। প্রধানমন্ত্রী টুইটে লিখেছেন, "সকলকে জানাই মহাঅষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গার আশীর্বাদে সমগ্র দেশবাসীর জীবন যেন সুখে শান্তিতে, স্বাস্থ্য ও সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকে এই কামনা করি।"

মহাষ্টমীর সকালে মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলি দেওয়া। সকাল থেকেই সন্ধিপুজোর আয়োজনে ব্যস্ত উদ্যোক্তারা। ভিড় করেছে আট থেকে আশি। বেলুড়মঠ (Belur Math), বাগবাজার সহ বিভিন্ন বনেদিবাড়ির পুজোতে আজ কুমারীপুজোর আয়োজনও করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ মেনেই সর্বত্র চলছে পুজো।আরও পড়ুন: Durga Puja 2020 Maha Astami Puja: আজ মহাষ্টমী, মণ্ডপে মণ্ডপে চলছে পুজো, অঞ্জলি দেওয়া

পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সন্ধিপুজো। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির প্রথম ২৪ মিনিট মিলে মোট ৪৮ মিনিটে সন্ধিপুজো সমাপন করতে হয়। সন্ধিপুজোয় দেবীকে ১০৮ পদ্ম এবং ১০৮ দীপদান করার রীতি রয়েছে। এই সময় দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। তাই সন্ধিপুজোর সমস্ত মন্ত্রই চামুণ্ডা দেবীর মন্ত্র। কথিত আছে রামচন্দ্র অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণেই প্রথম রাবণের ১০ মুন্ড ছিন্ন করেন