Drugs & Cosmetics Act 1940 : ওষুধের গুনমান সহ বেশ কিছু জিনিসে নজর রাখতে ড্রাগস এবং কসমেটিক আইনে পরিবর্তন আনছে কেন্দ্র
ওষুধের নজরদারী রাখার জন্য কেন্দ্রীয়ভাবে একটি ডেটাবেস তৈরি করা হবে বলে জানা গেছে
দেশে ড্রাগ ব্যাবস্থাকে ভালো করে ঢেলে সাজাতে এবার ড্রাগ এন্ড কসমেটিকস অ্যাক্ট(১৯৪০) পরিবর্তন করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।সারা বিশ্বে ভারতীয় ফার্মাসির চাহিদা বৃদ্ধির জেরে ওযুধ সংক্রান্ত বেশ কিছু নতুন নিয়মাবলী আনার পক্ষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
তবে পরিবর্তনের ক্ষেত্রে সবথেকে বড় পদক্ষেপ যেটি নেওয়া হবে সেটি হল সারা দেশের জন্য কেন্দ্রীয়ভাবে একটি ড্রাগ ডেটাবেস তৈরি করা। সারা দেশে অনেক ওযুধ কোম্পানি রয়েছে তাদের বিভিন্ন রকম ওযুধ রয়েছে।
কোনটি নিষিদ্ধ করা হয়েছে সে বিষয়ে জানার জন্য এতদিন কোন কেন্দ্রীয়ভাবে প্লাটফর্ম ছিল না। এছাড়া রাজ্যের তরফ থেকে কোন ওযুধ নিয়ে আপত্তি থাকলে তা জানাবার ক্ষেত্রে কোন প্লাটফর্ম না থাকায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই এই কেন্দ্রীয় ডেটাবেস তৈরি হলে সেখান থেকে এক ক্লিকেই যাবতীয় তথ্য পাওয়া যাবে হাতের মুঠোয়।
তা ছাড়া ওযুধের গুনমান এবং তার জালিয়াতি রুখতে রাজ্যের তরফে নজরদারি বাড়ানোর জন্য বিশেষ টিম তৈরি করা এবং প্রতি ২ সপ্তাহ অন্তর যাতে পরিদর্শন করা যায় তার ব্যবস্থা করার ক্ষেত্রে নতুন আইনে জোর দেওয়া হবে বলে জানা গেছে।