IPL Auction 2025 Live

Droupadi Murmu: জন্মদিনে পুজো সেরে, বিশেষভাবে সক্ষম শিশুদের সঙ্গে দিন কাটালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দেখুন ছবি

৬৬ তম জন্মদিনের সকালে সোজা দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। জগন্নাথ দেবের থেকে আশীর্বাদ নিয়ে দিনের সূচনা করেন। হারে ফুল নিয়ে মন্ত্র পড়ে পুজো দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ছবিঃX)

নয়াদিল্লিঃ আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ( President Droupadi Murmu) ৬৬তম জন্মদিন (Birthday)। বিশেষ দিনে সকালে দিল্লির (Delhi) জগন্নাথ দেবের মন্দিরে (Jagannath Teple) পুজো দেন তিনি। এরপর চলে যান নয়া দিল্লির পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় ন্যাশনাল ইনস্টিটিউট ফর পার্সন উইথ ফিজিক্যাল ডিসএবিলিটিজ হাসপাতাল পরিদর্শনে। সেখানে বিশেষভাবে সক্ষম শিশু এবং তাদের পঋবারের সঙ্গে কথা বলেন তিনি। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এই হাসপাতালের লড়াইকে কুর্ণিশ জানিয়েছেন রাষ্ট্রপতি। শিশুদের সঙ্গে কথা বলার পর তিনি বলেন, "চেষ্টা এবং নিষ্ঠার জোরে মানুষ সব বাধাকে একদিন অতিক্রম করতে পারে।" প্রসঙ্গত, জন্মদিনে দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে বিশিষ্ট ব্যাক্তি। শুভেচ্ছা বার্তায় মোদী লিখেছেন,  "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা। দেশের প্রতি তাঁর অনুকরণীয় সেবা ও উৎসর্গ আমাদের সকলকে অনুপ্রাণিত করে। দরিদ্র ও প্রান্তিকদের সেবা করার জন্য তাঁর উদ্যোগ আমাদের শক্তি জোগায়। তাঁর অক্লান্ত প্রচেষ্টা এবং দূরদর্শী নেতৃত্বের জন্য ভারতব সর্বদা তাঁর কাছে কৃতজ্ঞ থাকবে।" ৬৬ তম জন্মদিনের সকালে সোজা দিল্লির জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। জগন্নাথ দেবের থেকে আশীর্বাদ নিয়ে দিনের সূচনা করেন। হারে ফুল নিয়ে মন্ত্র পড়ে পুজো দিতে দেখা যায় রাষ্ট্রপতিকে।

দেখুন ছবি